Unique Birthday Celebration: কেক নয়, মাটি কেটে জন্মদিন পালন! পুরোটা জানলে অবাক হবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
এক ছক ভাঙা জন্মদিন উদযাপন। নিজের জন্মদিনের দিন কেক কাটার বদলে বৃক্ষরোপণ করলেন বাঁকুড়ার গৌরব শর্মা
বাঁকুড়া: এ যেন অবাক জন্মদিন পালন। ধুমধাম করে কেক কেটে, বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের সঙ্গে মিলে খাওয়া দাওয়ার মাধ্যমে জন্মদিন উদযাপনের ছবি দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু এই জন্মদিন পালন হল সবার জন্য। গোটা বিষয়টা জানলে হয়তো উদ্বুদ্ধ হবেন আপনিও। জন্মদিন উপলক্ষে মাটি কাটলেন বাঁকুড়ার গৌরব শর্মা! চমকে যাওয়ার মতো ঘটনা। আসলে নিজের জন্মদিনের দিন মাটি কেটে বৃক্ষরোপণ করে দিনটি পালন করলেন এই ব্যক্তি।
আরও পড়ুন: বকেয়া পেনশনের অর্ধেক পেলেন অবসরপ্রাপ্তরা
প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। আর গাছ থেকে পাওয়া সমস্ত জিনিসই সকলের। সেখানে কারোর ব্যক্তিগত ভাগ নেই। এই বোধ থেকেই এমন অভিনব উপায়ে জন্মদিন পালন করলেন বাঁকুড়ার গৌরব শর্মা। কর্মযোগ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ ও সহায়তায় এমন এক অনুপ্রেরণা দায়ক কাজ করলেন তিনি।
advertisement
advertisement
বর্তমানে পৃথিবীতে সবথেকে বড় সমস্যাগুলির মধ্যে অন্যতম হল জলবায়ুর পরিবর্তন। দুই মেরুতে গলছে বরফ, বাড়ছে জলস্তর। আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলি। অপরদিকে বড় বড় ফুটো তৈরি হচ্ছে ওজন স্তরে, ঢুকে পড়ছে তেজস্ক্রিয় অতিবেগুনি রশ্মি, বাড়ছে ক্যান্সার। বিশ্ব উষ্ণায়নের কারণে বেড়েছে গরম এবং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে বাড়ছে তাপমাত্রা। এইসব সমস্যাগুলির সমষ্টিগত সমাধান গাছ। কিন্তু উন্নয়ন ও বাড়িঘর তৈরির নামে কেটে ফেলা হচ্ছে গাছ। এই অবস্থায় পৃথিবীকে আরও একটু সবুজ করতে নিজের জন্মদিনকে বেছে নিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই যুবক।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 11:25 PM IST