চলতি বছরে বাঁকুড়া জেলার মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ১৩৮ জন। ছাত্রের সংখ্যা ১৭৮০৪ জন এবং ছাত্রী ২১,৩৩৪ জন। এ বছর মোট ৬০টি মূল এবং ৩৯ টি উপকেন্দ্র-সহ মোট ৯৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।একই সঙ্গে রাজ্যের অন্যান্য অংশের মতো এই জেলার পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ ঘিরে ১৪৪ ধারা জারি।
advertisement
এ ছাড়াও ভেন্যু সুপার ভাইজার, সেন্টার সেক্রেটারী ও সেন্টার ইনচার্জ ছাড়া পরীক্ষার সঙ্গে যুক্ত বাকিরা সঙ্গে মোবাইল রাখতে পারবেন না বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ৬ মাস পর ৪০ মিনিটের মিলন! প্রকাশ্যে ভালবাসায় মজলেন পার্থ-অর্পিতা, মাখামাখি প্রেমে তোলপাড় আদালত
আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে 'ডেটলাইন'...! অভিষেককে কটাক্ষ করে ফের 'তারিখ' তোপ শুভেন্দু অধিকারীর!
ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল (বাঁকুড়া) পীযুষ কান্তি বেড়া জানান, এ বছর ছাত্র-ছাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে।
আপাতত মিশন উচ্চমাধ্যমিক শুরু হয়ে গেল বাঁকুড়া জেলার। এই মহাযজ্ঞ সফল করতে হাতে হাত মিলিয়ে এগিয়ে এসেছে প্রশাসনিক মহল থেকে শুরু করে শিক্ষা দপ্তর।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়