স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তন্ময়ের। কিন্তু তার আগেই ওই যুবককে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল তৈরি হয়। পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে ঠিক কী কারণে ওই যুবক আত্মঘাতী হলেন তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: উত্তপ্ত ভাঙড়ে উদ্ধার বস্তা ভর্তি তাজা বোমা
স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের দাবি, ওই যুবক ভিডিও কল করে তার কোনও পরিচিতকে গলায় দড়ি দেওয়ার দৃশ্য দেখিয়েছিল। এদিকে পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি হয়নি। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
advertisement
দেবব্রত মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2023 1:50 PM IST





