দক্ষিণ ২৪ পরগনা: উত্তপ্ত ভাঙড়ে উদ্ধার বস্তা ভর্তি তাজা বোমা। আইএসএফের সঙ্গে আরাবুল ঘনিষ্ঠদের সংঘর্ষ এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের পর এলাকার পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে। এই পরিস্থিতিতে ভাঙড়ের বানিয়ারা গ্রামের একটি খালপার থেকে বস্তাভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভাঙড়ে উত্তেজনার পারদ চড়ছে। একের পর এক উদ্ধার হচ্ছে বোমা এবং বন্দুক। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে একদল দুষ্কৃতীর বোমা মজুত করার খবর পায় কাশিপুর থানার পুলিশ। এরপরই বানিয়ারা গ্রামে হানা দিয়ে খালপাড় থেকে বোমা উদ্ধার করা হয়। পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কে বা কারা এই বোমা মজুত করছিল তা তদন্ত করে দেখছে কাশিপুর থানার পুলিশ। রাতেই খবর দেওয়া হয় সিআইডির বোম্ব স্কোয়াডকে। আজ বোম্ব স্কোয়াডের তত্ত্বাবধানে সেই বোমা নিষ্ক্রিয়করণ হয়।
আরও পড়ুন: হাতির তাণ্ডবে সর্বস্বান্ত, ক্ষোভে বন দফতরের অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা
এদিকে বোমা উদ্ধার ঘিরে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেতা হাকিমুল ইসলাম। এলাকায় শান্তিভঙ্গ করার জন্য আইএসএফ কর্মীরা এই বোমা মজুত করেছিল বলে আরাবুল পুত্র হাকিমুলের অভিযোগ। এই অভিযোগ প্রসঙ্গে আইএসএফ নেতা রায়নুর হকের সঙ্গে বারে বারে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই আমরা। তাঁকে ফোন করা হলেও ফোন ধরেননি।
অর্পণ মণ্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।