Bankura News: হাতির তাণ্ডবে সর্বস্বান্ত, ক্ষোভে বন দফতরের অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হাতির তাণ্ডবে ফসল, সম্পত্তি নষ্টের পাশাপাশি যাচ্ছে প্রাণ। কিন্তু বন দফতরের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় গ্রামবাসীরা। শেষ পর্যন্ত নিজেদের বাঁচাতে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হল এলাকার মানুষ
বাঁকুড়া: দিনের পর দিন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। অন্ধকার নামলেই কখনও খাবারের খোঁজে হাজির হচ্ছে জঙ্গল লাগোয়া চাষের জমিতে, আবার কখনও হানা দিচ্ছে মানুষের বাড়িতে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমান। এমনকি হাতির হানায় মৃত্যুও হচ্ছে। অভিযোগ, হাতির তাণ্ডব ঠেকাতে তেমন কোন সাহায্য করছে না বন দফতর। এরই প্রতিবাদে হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা বন দফতরে অফিসে তালা লাগিয়ে দিল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের বনকর্মীদের ভেতরে আটকে রেখে দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।
বাঁকুড়ার বড়জোড়া, সোনামুখী ও গঙ্গাজলঘাঁটি এই তিনটি ব্লকের বিভিন্ন জঙ্গল মিলিয়ে এখন মোট ৭৪ টি হাতি আছে। দিনের বেলায় হাতির দল জঙ্গলের ভেতর গা ঢাকা দিয়ে থাকলেও সন্ধে হলেই খাবারের খোঁজে তারা লোকালয়ে হানা দিচ্ছে। হাতির দলের তাণ্ডবে বিঘের পর বিঘে জমির আলু সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে প্রতিদিন। হাতি গ্রামবাসীদের বাড়িও তছনছ করে দিচ্ছে। সাবাড় করে দিচ্ছে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখা খাদ্য শষ্য। মাঝেমধ্যে হাতির দলের মাঝে পড়ে প্রাণহানীর মতো ঘটনাও ঘটছে । এই পরিস্থিতি জীবন ও জীবিকা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ওই তিনটি ব্লকের জঙ্গল লাগোয়া অসংখ্য গ্রামের মানুষের। ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে গ্রামবাসীদের একমাত্র সহায় হতে পারতো বন দফতর। কিন্তু অভিযোগ, হাতির তাণ্ডব ঠেকাতে নির্বিকার বন দফতর। তারা কোনও কার্যকরী পদক্ষেপই করছে না। এই পরিস্থিতিতে বন দফতরের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনের পথে হাঁটতে একপ্রকার বাধ্য হয় এলাকার মানুষ। এদিকে গ্রামবাসীদের আন্দোলনের মুখে পড়ে হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন দফতর।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 12:21 PM IST