North 24 Parganas News: মধ্যযুগীয় বর্বরতা! নাবালিকার 'চরিত্র' নিয়ে প্রশ্ন তুলে চুল কেটে নিল প্রতিবেশীরা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মানসিক ভারসাম্যহীন ১৫ বছরের মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে চুল কেটে নিল প্রতিবেশীরা। অভিযুক্তদের সাফাই, রাগের মাথায় এমনটা করে ফেলেছে!
উত্তর ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন নাবালিকার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মারধর করে চুল কেটে নিল প্রতিবেশীরা! ফের বাংলায় মধ্যযুগীয় বর্বরতার নজির। এবার উত্তর ২৪ পরগনার হাবড়ার সুকান্ত সরণী এলাকায় প্রতিবেশীদের নির্মম অত্যাচারের শিকার হল ১৫ বছর বয়সী এক নাবালিকা।
আক্রান্ত নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে মানসিক কারণে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার বোনের সঙ্গে অশান্তি করে ফের সে বাড়ি থেকে চলে যায়। রাতে আবার বাড়ি ফিরে আসে। সেই সময়ই ওই নাবালিকাকে বাড়ির সামনে রাস্তায় ঘিরে ধরে স্থানীয় দুই যুবক অভিজিৎ দাস ও সুকান্ত হালদার। সঙ্গে ছিল এলাকার বধূ সন্দীপা রায়। তাদের মেয়েকে মারধর করে চুল কেটে নেওয়া হয় বলে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ করে নাবালিকার পরিবার। তারা বিষয়টি নিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে।
advertisement
advertisement
এদিকে অভিযুক্তরা পাল্টা ওই নাবালিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। তাদের অজুহাত, রাগের মাথায় সবাই মিলে চুল কেটে দিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের দাবি, ওই নাবালিকার মা-বাবাই তার চুল কাটতে বলেছিল, তাই তারা কেটেছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 12:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মধ্যযুগীয় বর্বরতা! নাবালিকার 'চরিত্র' নিয়ে প্রশ্ন তুলে চুল কেটে নিল প্রতিবেশীরা