কোতুলপুরে বিডিও অফিসের সামনের পুকুরে কোনভাবে পড়ে গিয়েছিল হনুমানটি। এলাকার মানুষ হঠাৎ তাকে পুকুরে ভাসতে দেখে। বহু চেষ্টা করার পরও জল থেকে উঠে আসতে পারছিল না হনুমানটি। বিষয়টি কোতুলপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সহদেব কোটাল সহ অন্যান্যদের জানানো হয়। তাঁরাই জয়পুরে বন দফতরের অফিসে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে এসে ঐ হনুমানটিকে উদ্ধার করেন।
advertisement
আরও পড়ুন: টোটোর দৌড়াত্ম্যে বেকায়দায় অটোচালকরা, সমস্যা সমাধানের উপায় খুঁজে বেড়াচ্ছেন
বন দফতরের কর্মীরা হনুমানটিকে উদ্ধার করার পর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হনুমানটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে বন কর্মীদের এই মানবিক ভূমিকায় খুশি এলাকার মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 8:01 PM IST