South 24 Parganas News: টোটোর দৌড়াত্ম্যে বেকায়দায় অটোচালকরা, সমস্যা সমাধানের উপায় খুঁজে বেড়াচ্ছেন
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
টোটোর দাপটে রাতের ঘুম উড়েছে অটোচালকদের। অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় খুঁজতে বৈঠকে বসলেন অটোচালকরা
দক্ষিণ ২৪ পরগনা: দিনের পর দিন বাড়ছে টোটোর সংখ্যা। যাদের অধিকাংশেরই নেই সঠিক লাইসেন্স, রুট পারমিট। এদিকে টোটোর বাড়বাড়ন্তে যাত্রী সংখ্যা কমেছে অটোর। আর তাতে ক্রমশই অটোচালকদের কপালের চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। এই সমস্যার সমাধান বের করতে লক্ষীণারায়নপুরে বৈঠক করল অটোচালকরা।
মন্দিরবাজার ও মথুরাপুর বিধানসভার আইএনটিটিইউসি পরিচালিত মথুরাপুর-ঘোড়াদল অটো ইউনিয়নের সব গাড়ি চালকদের নিয়ে এই বৈঠক বসে লক্ষীনারায়ণপুরে। দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পাটনা বিদ্যাসাগর ক্লাব প্রাঙ্গণে বৈঠক আয়োজিত হয়। ১২০ টি অটোর চালক এই সভায় উপস্থিত ছিলেন। এলাকায় টোটো চালকদের দৌরাত্ম্য রুখতে ও নিত্য যাত্রীদের সুষ্ঠপরিষেবা দিতে আলোচনা করা হয়। সকলেরই মুখে এই সমস্যার সুষ্ঠ সমাধান করার কথা উঠে আসে।
advertisement
advertisement
এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ২ টো পর্যন্ত চলে এই সভা। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি'র অটো ইউনিয়নের সভাপতি তথা রাজ্য সমবায়ের ডিরেক্টর ইন্দ্রনারায়ণ সরদার, সম্পাদক আমীর হোসেন লস্কর। সভা শেষে অটোচালকদের দাবি দাওয়া লিপিবদ্ধ করা হয় এবং সেগুলি প্রশাসনের কর্তাব্যক্তিদের জানানো হবে বলে জানা গিয়েছে। তাঁদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন অটো চালকরা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: টোটোর দৌড়াত্ম্যে বেকায়দায় অটোচালকরা, সমস্যা সমাধানের উপায় খুঁজে বেড়াচ্ছেন