TRENDING:

Bankura News: বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের পেয়ারা, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল

Last Updated:

বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে বড় বড় সুমিষ্ট থাইল্যান্ডের এই ফল। ফলন প্রচুর এবং বিক্রি হচ্ছে দেদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে বড় বড় সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা। বাঁকুড়ার দামোদরপুরে পরশমণি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ফাউন্ডেশনে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে থাইল্যান্ডের পেয়ারা। ফলন প্রচুর এবং দেদার বিক্রি হচ্ছে বাজারে।
advertisement

স্বাদে এবং রূপে উৎকৃষ্ট এই পেয়ারা টক্কর দেবে বারুইপুরের পেয়ারার সাথে। একেবারে বীজ নেই বললেই চলে এই পেয়ারাতে। সুমিষ্ট বড় বড় পেয়ারা বিক্রি হচ্ছে বাঁকুড়ার স্থানীয় বাজারগুলিতে। বাঁকুড়ার মানুষ সাধ নিচ্ছেন থাইল্যান্ডের পেয়ারার।

আরও পড়ুন: আপনার সোনায় ৬ সংখ্যার হলমার্ক আছে? না থাকলে কী করবেন দেখে নিন!

সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই পেয়ারা স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। স্বাস্থ্যকর এই পেয়ারার সাত একেবারে অতুলনীয়। এক একটি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলো ফলন হয় প্রতিবছর। পেয়ারা গুলির আকার এবং ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। বাঁকুড়ার লাল মাটিতে এই থাইল্যান্ডের পেয়ারা চাষ করে দারুন রেজাল্ট পেয়েছে পরশ মনি। বাঁকুড়া ছাড়াও দুর্গাপুর এবং কলকাতাতে বিক্রি হচ্ছে এই পেয়ারা।

advertisement

View More

বারুইপুরে পেয়ারার সাথে তুলনা করলে বোঝা যাবে অনেকটাই উৎকৃষ্ট এই থাইল্যান্ডের বিদেশি পেয়ারা। বীজ হীন এই সুমিষ্ট থাইল্যান্ডের পেয়ারা এখন মন কেড়েছে দক্ষিণবঙ্গের। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এই পেয়ারা চাষ করে ভবিষ্যতে সফল একটি ব্যবসা করতে পারবে এমনটাই আশা রাখছে পরশমণি। বাঁকুড়ার কৃষকদের পতিত জমি গুলিতে এই পেয়ারা চাষ করে উপার্জন করার বার্তা দিচ্ছে পরশ মনি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ফাউন্ডেশন।

advertisement

বছরে দুবার হয় পেয়ারা এবং পেয়ারা গাছের পরিচর্যা কম। বিশেষ করে বড় বড় সুমিষ্ট পেয়ারার চাহিদা অনেক। তাই পরশমনির দেখানো রাস্তা অনুসরণ করে পেয়ারা চাষ করে বিকল্প উপার্জনের পথ পেতেই পারে বাঁকুড়ার কৃষকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়াতে বসেই পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের পেয়ারা, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল