মাত্র ১৮০০ টাকায় AC ! 

এই গরমে বেড়েছে কুলার, ফ্যান ও এসির চাহিদা।

কেউ যদি কম বাজেটে ভাল এসি কেনার কথা ভেবে থাকেন তবে এই দারুন অফার কাজে লাগতে পারে।

এসি-র প্রসঙ্গ উঠলেই উঠে আসে Voltas-এর নাম। দীর্ঘদিন ধরেই ভারতীয় জনগণের পছন্দ Voltas এসি। 

Voltas-এর ১.৫ টন ফাইভ-স্টার, ইনভার্টার এসি পাওয়া যাবে ৪৫ শতাংশ ছাড়ে। ফলে তার দাম দাঁড়াবে ৪১,৯৯০ টাকা।

Voltas ২ টন থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসির দাম ৭৯,৯৯০ টাকা। কিন্তু বিশেষ ছাড়ে এই এসি এই সময় পাওয়া যেতে পারে মাত্র ৪৫,৩৮০ টাকায় ।

 Voltas ১.৫ টন থ্রি-স্টার ইনভার্টার এসির দাম ৫৫,৯৯৯ টাকা। এই এসি-টি Amazon-এ পাওয়া যাবে ৩৬ শতাংশ ছাড়ে।

এছাড়া রয়েছে Voltas-এর ১.৪ টনের ফাইভ-স্টার ইনভার্টার অ্যাডজাস্টেবল স্প্লিট এসি।

এমনিতে এর দাম ৩৮,৪৯৯ টাকা। Amazon-এর বিশেষ সেল-এ এটি পাওয়া যাবে ৪৪ শতাংশ ছাড়ে।

তাই, এই গরমে যদি এসি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করা ঠিক হবে না।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন