Bankura News: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে জিমে ঝড় তুলছেন বাঁকুড়ার “কাকা” পার্থ দরিপা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Bankura News: বয়স কি সত্যিই শুধুই একটি সংখ্যা—এই প্রশ্নের উত্তর যেন নতুন করে সামনে এনে দেন বাঁকুড়ার ব্যবসায়ী পার্থ দরিপা। ৫৬ না ৫৭, নিজের বয়স নিয়েই নাকি কখনও কখনও তাঁর সংশয় হয়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বয়স কি সত্যিই শুধুই একটি সংখ্যা—এই প্রশ্নের উত্তর যেন নতুন করে সামনে এনে দেন বাঁকুড়ার ব্যবসায়ী পার্থ দরিপা। ৫৬ না ৫৭, নিজের বয়স নিয়েই নাকি কখনও কখনও তাঁর সংশয় হয়। কিন্তু তাঁর সুঠাম শরীর, টানটান পেশি ও দৃপ্ত আত্মবিশ্বাস দেখলে তাঁকে মধ্যবয়স্ক বলে ভাবার সুযোগ নেই। জিমে বা শহরের রাস্তায় তাঁকে দেখলে অনেকেই মজা করে বলেন, “একেবারে সিনেমার নায়ক!” কেউ আবার ডাকেন “হারকিউলিস” নামে। আজও জিমে ঢুকলে তরুণ-তরুণীদের দৃষ্টি ঘুরে যায় তাঁর দিকেই।
এই আকর্ষণীয় চেহারার নেপথ্যে নেই কোনও ম্যাজিক বা শর্টকাট পদ্ধতি। আছে বছরের পর বছর ধরে গড়ে তোলা কঠোর নিয়ম, শৃঙ্খলা ও আত্মসংযম। পার্থ দরিপা সম্পূর্ণ নিরামিষভোজী। কোনও প্রোটিন সাপ্লিমেন্ট বা কৃত্রিম খাদ্যের সাহায্য না নিয়েই তিনি তৈরি করেছেন এই শক্তিশালী শরীর। প্রতিদিন প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তিনি জিমে আসেন শুধুমাত্র শরীরচর্চার জন্য। টানা নয় বছর ধরে তাঁর এই রুটিনে কোনও ছেদ পড়েনি।
advertisement
ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। মাঠে দৌড়ঝাঁপ ও লড়াই করার মানসিকতাই তাঁকে শিখিয়েছে কখনও হাল না ছাড়তে। সেই মানসিকতাই আজ বাঁকুড়া শহরের ড্রাগনস জিমে তাঁর শক্তির মূল ভিত। নিয়মিত অনুশীলনের পাশাপাশি মানসিক দৃঢ়তাকেই তিনি নিজের সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন।
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ: দলে একসঙ্গে ৩ অলরাউন্ডার! কারা বাদের তালিকায়? প্রথম ওডিআইতে ভারতীয় দলে মেগা চমক!
advertisement
বর্তমানে জিমে আসা যুবক-যুবতীদের কাছে পার্থ দরিপা শুধু একজন সিনিয়র নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। আদর করে সবাই তাঁকে “কাকা” বলে ডাকেন। তাঁর উপস্থিতি অন্যদের মধ্যে বাড়তি উদ্যম জাগিয়ে তোলে। মঞ্চেও নিজের ফিটনেসের ঝলক দেখিয়ে করতালিতে ভরিয়ে তুলেছেন হলঘর। পার্থ দরিপার জীবন একটাই বার্তা দেয়—বয়স নয়, আসল হল মানসিকতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে জিমে ঝড় তুলছেন বাঁকুড়ার “কাকা” পার্থ দরিপা









