শুক্রবার রাত ১১ টা নাগাদ বাঁকুড়ার খাতড়া পাম্প মোড়ের কাছে অবস্থিত একটি জুতোর গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় তালড্যাংরা, বড়জোড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া ও মানবাজারের দমকল কেন্দ্রগুলিতে খবর পাঠানো হয়। এই জায়গাগুলি থেকেও ছুটে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু রাতভর আগুন নেভানোর কাজ চললেও শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা।
advertisement
আরও পড়ুন: 'আসানসোলে সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই', ইফতার পার্টিতে এসে হুঙ্কার শত্রুঘ্নর
সাম্প্রতিক সময়ে এই ধরণের বিধ্বংসী অগ্নিকাণ্ড খাতড়ায় ঘটেনি বলে এলাকার মানুষের দাবি। দীর্ঘ সময় চলে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আতঙ্ক বাড়ছে। এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত এক দমকল আধিকারিক বলেন, এটি জনবহুল এলাক। সেখানে এই ধরণের গোডাউন তৈরি আইনবিরুদ্ধ কাজ। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছিল। শনিবার সকালেও চারটি ইঞ্জিন কাজ করছে। ওই দমকল আধিকারিকের দাবি, গোডাউনের ভিতর জুতো ছাড়াও ডিজেল-পেট্রল জাতীয় দ্রাহ্য পদার্থ মজুত করা ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়।