West Bardhaman News: 'আসানসোলে সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই', ইফতার পার্টিতে এসে হুঙ্কার শত্রুঘ্নর

Last Updated:

"রামনবমী বিভিন্ন জায়গায় হিন্দু ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা একত্রে উদযাপন করছেন, তেমনই বিভিন্ন ইফতার পার্টিতে হিন্দু ভাইয়েরা যোগদান করছেন। আসানসোলে কোন‌ও সাম্প্রদায়িক শক্তির স্থান নেই", বলেন শত্রুঘ্ন সিনহা

+
title=

পশ্চিম বর্ধমান: রমজান মাস উপলক্ষে পাণ্ডবেশ্বরের একটি ইফতার পার্টিতে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন বলিউডের 'শটগান' শত্রুঘ্ন সিনহা। পাণ্ডবেশ্বরে নতুন তৈরি ফর্মার্স ক্লাবের জন্য নিজের সংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।
পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ইফতার পার্টি আয়োজন করেন। সেখানে সকলের সঙ্গে বসে ইফতার করেন আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা। সেখান থেকেই এলাকায় তৈরি হওয়া নতুন ফার্মার্স ক্লাবের উদ্বোধন করেন সাংসদ। এই ফার্মার্স ক্লাবের জন্যই তাঁর সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদান দেবেন বলে ঘোষণা করেন শত্রুঘ্ন।
advertisement
advertisement
ইফতার পার্টিতে এসে শত্রুঘ্ন সিনহা বলেন, এই শিল্পাঞ্চলে সব সম্প্রদায়ের মানুষ ভাইয়ের মত বসবাস করে। তাই এই শিল্পাঞ্চলকে বলা হয় সিটি অফ ব্রাদারহুড। যেমনভাবে রামনবমী বিভিন্ন জায়গায় হিন্দু ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা একত্রে উদযাপন করছেন, তেমনই বিভিন্ন ইফতার পার্টিতে হিন্দু ভাইয়েরা যোগদান করছেন। আসানসোলে কোন‌ও সাম্প্রদায়িক শক্তির স্থান নেই বলেও তিনি ঘোষণা করেন। জানান সব প্রয়োজনে আসানসোলের মানুষের পাশে আছেন তিনি।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: 'আসানসোলে সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই', ইফতার পার্টিতে এসে হুঙ্কার শত্রুঘ্নর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement