Murshidabad News: রমজান মাসে বাজারে আগুন! পাল্টা বিডিও কী করলেন দেখুন
- Published by:kaustav bhowmick
Last Updated:
মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে অন্যতম সংখ্যালঘু প্রধান জেলা। ফলে রমজান মাস শুরু হলেই গোটা জেলাজুড়ে উৎসবের আমেজ লেগে যায়। কিন্তু জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ায় সেই উৎসবে যেন ভাটা পড়ছে।
মুর্শিদাবাদ: রিজার্ভ ব্যাঙ্ক বারবার সুদ বাড়িয়েও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এরইমধ্যে রমজান মাস শুরু হওয়ায় কাঁচা সবজি, ফলের দাম যেন আকাশ ছুঁয়েছে। জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে ক্রেতারা হাত ছোঁয়াতে ভয় পাচ্ছেন। এদিকে রোজা রাখতে হওয়ায় মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই সময় ফলমূল কেনার প্রবণতা বাড়ে। কিন্তু সমস্ত জিনিসের অগ্নিমূল্য হওয়ায় তাঁরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে বের হলেন হরিহরপাড়ার বিডিও।
মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে অন্যতম সংখ্যালঘু প্রধান জেলা। ফলে রমজান মাস শুরু হলেই গোটা জেলাজুড়ে উৎসবের আমেজ লেগে যায়। কিন্তু জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ায় সেই উৎসবে যেন ভাটা পড়ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে ফল, সবজি, মুদিখানা দ্রব্য বিক্রেতাদের একাংশ কালোবাজারি শুরু করেছেন। তাই এতটা দাম বেড়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক পাইকারি বাজার ও খুচরো হাটে হানা দেন।
advertisement
advertisement
তিনি প্রথমে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে কোন জিনিসের কী দাম যাচ্ছে তা জেনে নেন। এরপর ক্রেতাদের সঙ্গে কথা বলে দামের ফারাকের বিষয়টি খতিয়ে দেখেন। বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, রমজান মাস বলে ক্রেতাদের কাছ থেকে অস্বাভাবিক দাম নেওয়া চলবে না। সরকারি নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
advertisement
এদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়তদাররাই জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। তাই তাঁরাও বেশি দামে জিনিস কিনতে বাধ্য হচ্ছেন। সেই কারণেই বাজারে জিনিসের দাম বেড়েছে। এদিকে বিডিওর এই তৎপরতায় খুশি এলাকার মানুষ।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 4:08 PM IST
