এদিন আদিবাসী ছাত্র ছাত্রীদের ঐ সংগঠন মিছিল শেষে এক পথসভাতেও অংশ নেন। এদিনের এই মিছিলে অংশ নিয়ে ঐ সংগঠনের নেতা বিপ্লব সরেন বলেন, দীর্ঘ দিন আদিবাসী সমাজকে পদদলিত করে রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ চার বছরের শিশুর হাতের জাদু! তবলা যেন কথা বলে!
আজ আমাদের আদিবাসী সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্ম্মু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে চলেছেন। এই দিনটা সত্যিই গর্বের, আনন্দেরও। কোন রাজনৈতিক দল তাকে মনোনয়ন দিয়েছে তা বিচার্য নয়, দ্রৌপদী মুর্ম্মু আদিবাসী জনজাতির মানুষ এটাই বড় কথা বলে তিনি জানান।
advertisement
আরও পড়ুনঃ শহর জুড়ে অশ্লীল বিজ্ঞাপনের হোর্ডিং! হোর্ডিং খুলল প্রশাসন
ঐ মিছিলে অংশ নেওয়া বরেন মুর্ম্মু, শিলি মুর্ম্মুরা বলেন, এতো দিন আমাদের সমাজ নানান বঞ্চনার শিকার। আর আজ সমস্ত বাধা দূর করে আমাদের সমাজের প্রতিনিধি রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্ম্মু বর্তমান আদিবাসী ছাত্রসমাজের কাছে 'অনুপ্রেরণা' বলে তারা জানান।
Joyjiban Goswami