তাদের দিয়ে যে কাজ করানো হচ্ছে সেই মতো তারা পারিশ্রমিক পাচ্ছেন না। স্বাস্থ্যকর্মীর যোগ্য মর্যাদা, প্রাপ্য ও বকেয়া বেতন সহ তাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। মোবাইল ফোন তাদের দিতে হবে এছাড়াও তাদের 17 দফা দাবি রয়েছে । বুধবার তিন আগস্ট থেকে কর্ম বিরতির ডাক দিলেন। দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনা করেছে সরকার । তাদের দাবির কোনও গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকার।
advertisement
আরও পড়ুনঃ গ্রামের রাস্তার বেহাল দশা! সমস্যায় গ্রামবাসীরা
আমাদের যেকোনও কাজের জন্য ঢেকে দেওয়া হয় অথচ সেই কাজের সাম্মানিক ভাতা আমরা পাই না। শালতোড়া ব্লককে আমরা 116 জন কর্মী রয়েছি। এই বিক্ষোভটি প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রে তারপর ব্লক স্তরে তারপর জেলার সদর দপ্তরে। তাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ দীর্ঘ ক্ষণের জন্য চালিয়ে যাব।
Joyjiban Goswami