শিল্প পাড়ায় এখন চরম ব্যস্ততা। বাঁকুড়া শহরের শিল্প পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। রাত হলেই বিশ্বকর্মা ঠাকুর নিতে ক্রেতারা ভিড় জমাবেন। প্রায় ১৪ বছর বয়স থেকে প্রতিমা গড়ার কাজের সাথে যুক্ত রয়েছেন বাঁকুড়ার মৃৎ শিল্পী নীলকমল মালাকার। তিনি বলেন, প্রতিমা তৈরী করেই চলে সংসার। দীর্ঘ দু'বছর করনা আবহে শিল্পপাড়ায় ভাটা পড়েছিল। অবশেষে ভালো অর্ডার পেয়েছি। কিন্ত বৃষ্টির কারণে সমস্যা বাড়ছে।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলমহলে বারো ঘণ্টার পথ অবরোধ কুড়মি সম্প্রদায়ের
তবে জিনিস পত্রের দাম যেভাবে বেড়েছে, সেভাবে প্রতিমার দাম বাড়াতে চাইছেননা অনেকেই। ফলে সমস্যা বাড়ছে। আর এক মৃৎশিল্পী সুভাষ সূত্রধর বলেন, গত দু'বছরের তূলনায় এবছরের পরিস্থিতি কিছুটা ভালো। তবে যেভাবে খরচ বাড়ছে সেই পরিমাণ আয় হচ্ছে না। বেশি দাম শুনলেই ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে ঠাকুর বিক্রিতে নিজেদের মজুরী টুকুই উঠে আসবে বলে তিনি জানান।
Joyjiban Goswami





