TRENDING:

Bankura News: জুয়ার আসরে হানা পুলিশের, পাকড়াও আট জুয়ারি

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা বাঁকুড়া সদর থানার পুলিশের। ঘটনাস্থল থেকে গ্রেফতার আট জুয়াড়ি। জুয়ার বোর্ডের আসর থেকে উদ্ধার হয়েছে নগদ ২৯ হাজার ৩৬০ টাকা , ১৮ টি মোটরবাইক, অস্থায়ী তাবু এবং তাস সহ বেশ কিছু জুয়া খেলার সামগ্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা বাঁকুড়া সদর থানার পুলিশের। ঘটনাস্থল থেকে গ্রেফতার আট জুয়াড়ি। জুয়ার বোর্ডের আসর থেকে উদ্ধার হয়েছে নগদ ২৯ হাজার ৩৬০ টাকা , ১৮ টি মোটরবাইক, অস্থায়ী তাবু এবং তাস সহ বেশ কিছু জুয়া খেলার সামগ্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত কেঞ্জাকুড়ার সঞ্জীবনী নদীর ঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় কেঞ্জাকুড়া সঞ্জীবনী নদী সংলগ্ন এলাকায় ফাঁকা জায়গা দেখে তাবু টাঙিয়ে প্রতিনিয়ত বসতো জুয়ার আসর। লোকালয় থেকে একটু দূরেই এই জায়গাটি নিরিবিলি বলে এখানেই জুয়ার ঠেক গজিয়ে উঠেছিল। অবাধে চলছিল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষের যাতায়াত।
advertisement

জুয়ার ঠেক এর পাশাপাশি সেখানে অসামাজিক কার্যকর্ম হওয়ার সম্ভাবনা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন এলাকাবাসী। অবশেষে পুলিশের অভিযানে খুশি ওই এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা যায় বাঁকুড়া সদর থানার অন্তর্গত কেঞ্জাকুড়ার সঞ্জীবনী নদীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার আসর বসায় খবর আসছিল পুলিশের কাছে। বুধবার সকাল নাগাদ গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই দেরি না করে বাঁকুড়া সদর থানার পুলিশ কেঞ্জাকুড়ার সঞ্জীবনী নদীর ঘাট এলাকায় জুয়ার আসরে অভিযান চালায়। সেই সময় জুয়ার বোর্ড চলছিল।

advertisement

আরও পড়ুনঃ লক্ষ্মীপূজায় মা লক্ষ্মীকে নতুন ধান দিতে না পারায় মন খারাপ কৃষকদের

আর তাতেই হাতেনাতে মেলে সাফল্য। জুয়ার আসর থেকে জন জুয়ারিকে গ্রেফতার করে বাঁকুড়া সদর পুলিশ। জুয়ার বোর্ডের আসর থেকে উদ্ধার হয়েছে নগদ ২৯ হাজার ৩৬০ টাকা , ১৮ টি মোটরবাইক, অস্থায়ী তাবু এবং তাস সহ বেশ কিছু জুয়াখেলার সামগ্রী। জানা যায় ধৃত আট জন ব্যক্তির মধ্যে সাত জন ব্যক্তির বাড়ি ছাতনা থানা এলাকায়, একজনের বাড়ি ইন্দপুর থানা এলাকায়।

advertisement

View More

আরও পড়ুনঃ যুবকের মৃত্যুর কিনারা করতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি

ধৃতদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল গ্যাম্বলিং এণ্ড প্রাইজ কম্পিটিশান অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত আট জন ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বাঁকুড়া সদর থানা এলাকার আরো কোথাও এই ধরনের জুয়ার আসর বসছে কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

advertisement

 

 

এই বিষয়ে বাঁকুড়া জেলা ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস বলেন দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওই এলাকায় জুয়ার আসর বসছে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই তিনজন অফিসারের নেতৃত্বে জুয়ার আসরে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী এবং ১৮টি মোটর বাইক। বাঁকুড়া পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে সর্বত্র। এই অভিযান লাগাতার চালানো হবে বলেও তিনি জানান।

advertisement

 

 

 

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: জুয়ার আসরে হানা পুলিশের, পাকড়াও আট জুয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল