Bankura News: লক্ষ্মীপূজায় মা লক্ষ্মীকে নতুন ধান দিতে না পারায় মন খারাপ কৃষকদের

Last Updated:

রাত পোহালেই সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষীর আরাধনায় মেতে উঠবে আপামর বঙ্গবাসী। কিন্তু উৎসবের আবহেও যেন মন খারাপ বাঁকুড়ার একটা বড় অংশের কৃষিজীবি মানুষের।

+
title=

#বাঁকুড়া : রাত পোহালেই সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষীর আরাধনায় মেতে উঠবে আপামর বঙ্গবাসী। কিন্তু উৎসবের আবহেও যেন মন খারাপ বাঁকুড়ার একটা বড় অংশের কৃষিজীবি মানুষের। বাঁকুড়া জেলা প্রায় শিল্প বিহীন ফলে কৃষির উপর নির্ভর একটা বড় অংশের মানুষজন। তাদের আয়ের অন্যতম উৎসব কৃষিকাজ। কিন্তু চলতি বছরে চাষের মরশুমে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় ভাটা পড়েছে চাষে। ফলে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া কৃষিজীবী মানুষজন। কোনও রকমে কিছু জমিতে ধানের চাষ করতে পারলেও সেই ধান বাড়িতে তোলার উপযোগী হয়ে ওঠেনি।
তারা প্রতিবছর নতুন ধান দিয়ে লক্ষীদেবীকে আরাধনা করলেও এবছর ধান চাষে ভাটার কারণে তাদের সেই সুযোগ হয়ে উঠল না। আর তাতেই যেন মন খারাপ কৃষকদের। ফলে দেবী লক্ষ্মীকে ফুল দুর্বাতেই সন্তুষ্ট থাকতে হবে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে এই বছর ফল সহ অন্যান্য পূজা সামগ্রীর দামও আকাশছোঁয়া। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লক্ষ্মী প্রতিমা। আর পুজোর ফল সামগ্রী কিনতে এসে যথেষ্ট সমস্যায় সাধারণ ক্রেতারা।
advertisement
আরও পড়ুনঃ সংশোধনাগারের মধ্যেই মহাঅষ্টমীতে পুজোয় মাতলেন আবাসিকরা
তাদের দাবি ফল সহ অন্যান্য পূজা সামগ্রীর দাম অত্যাধিক হারে বেড়েছে। কিন্তু অন্যদিকে বাঁকুড়া শহরের চকবাজারের একাংশের বিক্রেতার দাবি, আমদানি ভালো, দামও বাড়েনি। সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যেও দাম রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। বাঁকুড়া শহরে কলা (ডজন প্রতি) ৫০ টাকা, আপেল ১০০ টাকা কেজি, লেবু ৮০ থেকে ১০০, বেদানা-২০০, নাসপাতি ১২০-১৫০, নারকেল ৬০, পানিফল ৮০ টাকি কেজি, বাতাবি লেবু ৩০ থেকে ৫০ টাকা, এক ছড়া ধান ৩৫, ডাব ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: লক্ষ্মীপূজায় মা লক্ষ্মীকে নতুন ধান দিতে না পারায় মন খারাপ কৃষকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement