মীর্জাপুরের সাঁতরা পরিবারের জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। এবার তিনিও সামিল হলেন ওই পুজোয়। ওই পরিবারের শ্যামল সাঁতরার শাশুড়ি বাড়ির বড় বৌমা হওয়ায় বিগত বেশ কয়েক বছর ধরে তিনিই কালী রূপে পূজিতা হয়ে আসছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন বলেন তার শশুর বাড়িতে দেবী স্বপ্নাদেশের মাধ্যমে কোন মূর্তি এনে নয়, বাড়ির বউকেই এখানে মা কালী রূপে পুজো করা হয়।
advertisement
আরও পড়ুন: রনা ডাকাত না থাকলে রানাঘাট হত না! করা হত না এই কালী পুজোও! জানলে অবাক হবেন
গত প্রায় ১২৫ বছরের প্রথা মেনে এবারও তাই হলো। এখানে সম্পূর্ণ তন্ত্র মতে পূজা হয়। এছাড়াও কূল পুরোহিতের পাশাপাশি বাড়ির বড় ছেলে পুজোতে অংশ নেন বলেও তিনি জানান। শ্যামল সাঁতরার স্ত্রী প্রীতিকণা সাঁতরা বলেন, তার এই বাড়িতেই জন্ম এবং এখানেই বেড়ে ওঠা। ছোটো থেকে তিনি তাঁর মাকে এভাবেই পূজিতা হয়ে আসতে দেখছেন বলে জানান। এই পুজোতে নিয়ম-নীতি মেনে এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে তিনি জানান।
জয়জীবন গোস্বামী