TRENDING:

Bankura News: ঘুষ বাঁধাকপি! হাতির অত্যাচার থেকে বাঁচতে বনদফতর পেট দিয়ে মন জয় করতে চাইছে

Last Updated:

Bankura News: জঙ্গলে বাঁধাকপি ঝুলিয়ে দামাল হাতির পালকে বাগে আনার চেষ্টা বনদফতরের। সঙ্গে সঙ্গে হাজির বুনো হাতির দল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে বাঁধাকপির আশ্রয় নিল বনবিভাগ। হাতিকে খাবার যোগান দিয়ে জঙ্গলমুখী করতেই এই অভিনব উদ্যোগ। হাতির জ্বালায় জর্জরিত বাঁকুড়া জেলার উত্তরাংশের জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষ। ফসলের ক্ষতি থেকে শুরু করে, প্রাণ হারিয়েছেন অনেকেই। আতঙ্কে কাটছে দিন রাত।
advertisement

বন বিভাগের অক্লান্ত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই আবার ঘটে যাচ্ছে অঘটন। তাণ্ডব চলছে হাতির। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। এই অবস্থায় হাতির দলের লোকালয়ে ঢুকে পড়া আটকাতে জঙ্গলেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিল বন দফতর। সোমবার বাঁকুড়ার  বড়জোড়ার ডাকাইসিনীর জঙ্গলে 'অতিথি সেবা'য় পিক আপ ভ্যান ভর্তি বাঁধা কপি পৌঁছে দিল বন দফতর। আর তার কিছুক্ষনের মধ্যেই ক্ষুধার্থ দামাল হাতির পাল হাজির বাঁধাকপি খেতে।

advertisement

আরও পড়ুন -  Bankura News: জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম অঙ্কনে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল বিশেষ টিপস

বর্তমানে বাঁকুড়া জেলার উত্তরাংশের মানুষের সবচেয়ে বড় চিন্তা হাতির তাণ্ডব। জঙ্গল ছেড়ে হাতির দল ঢুকে পড়ছে খাদ্যের জন্যে। আর তারপরই শুরু হচ্ছে ফসল, সবজি সহ সম্পত্তি নষ্টের মত ক্ষয়ক্ষতি। প্রাণও হারিয়েছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে একজন হুলা পার্টির সদস্য সহ চার জনের মৃত্যু হয়েছে এই হাতির আক্রণণেই। বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জের ডাকাইসিনীর জঙ্গলে ১২ টি ও সাহারজোড়া মৌজায় ৫২ টি হাতি রয়েছে। এই মুহূর্তে হাতিগুলিকে ওই জায়গাতেই আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন -  Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

তবে বাঁধাকপি খাইয়ে হাতিকে বাগে আনার এই অভিনব প্রচেষ্টা নজর কেড়েছে সবার। প্রচেষ্টাটি যে কিছুটা সফল সেটা হাতির বাঁধা কপি খাওয়ার ছবি দেখলেই বোঝা যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nilanjan Banerjee

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ঘুষ বাঁধাকপি! হাতির অত্যাচার থেকে বাঁচতে বনদফতর পেট দিয়ে মন জয় করতে চাইছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল