হোম » ছবি » দেশ » শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল

Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

  • 19

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    মুম্বই: মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এক ব্যক্তিকে ব্ল্যাকমেল করে ৬৫ লক্ষ টাকা লুঠ করার ঘটনা সামনে আসায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ৬৫ বছর বয়সী একজন পুরুষ, একটি বিবাহ সংক্রান্ত অর্থাৎ মেট্রিমনিয়াল  ওয়েবসাইটে রেজিস্ট্রার থাকা একজন মহিলাকে যৌন হয়রানি করেছেন বলে মারাত্মক অভিযোগ ওঠে৷ কিন্তু আসল কাণ্ড জানলে তুলকালাম পরিস্থিতি তৈরি হবে।

    MORE
    GALLERIES

  • 29

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    এই ঘটনায় সেই বৃদ্ধকে ব্ল্যাকমেল করায় তিনি ৬০ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেন৷  পরে সাইবার ক্রাইম সেলের কাছে তিনি অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগে যে মেট্রিমনি সাইটে এক মহিলার সঙ্গে কথা বলার সময় মহিলাটি একটি ভিডিও কলের সময় তাকে অশ্লীল কাজ করতে বলেছিল। এর পরে মহিলাটি গোপনে তার ক্রিয়াকলাপ রেকর্ড করে এবং ভিডিও ক্লিপটি তাঁর পরিচিতিকে পাঠানোর হুমকি দেয়।

    MORE
    GALLERIES

  • 39

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    সূত্র মারফত খবরে জানা গেছে  বৃদ্ধ তাঁর বৃদ্ধ বয়সে একজন সঙ্গী খুঁজছিলেন।  তাই তিনি আবার বিয়ে করতে আগ্রহী ছিলেন। এই কারণে, তিনি মেট্রিমনিয়াল সাইটে একটি আইডি তৈরি করেছিলেন। সেই  পোর্টালেই  একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন, তারপরে তারা ফোন নম্বর বিনিময় করে এবং চ্যাটিং শুরু করে।

    MORE
    GALLERIES

  • 49

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    বিব্রত হওয়ার ভয়ে ৬০ লক্ষ টাকা দেন
    একদিন ভিডিও কলের সময় ওই নারী তার জামাকাপড় খুলে ফেলেন এবং অশ্লীল কাজ শুরু করেন। অফিসার বললেন, “তিনি সেই ব্যক্তিকেও তাই করতে বলেছিলেন। এরপর ওই নারীর কথামতো বৃদ্ধও তার কাপড় খুলে ফেলেন। কিন্তু বৃদ্ধ জানতেন না যে মহিলাটি তাঁদের ভিডিও কলটি রেকর্ড করছে।

    MORE
    GALLERIES

  • 59

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    বৃদ্ধকে বিবস্ত্র করার ভিডিও রেকর্ড করার পর ওই মহিলা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তিনি বৃদ্ধকে টাকা দিতে বলে এবং এও বলে দেয় তা না করলে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে৷

    MORE
    GALLERIES

  • 69

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    পাশাপাশি এই হুমকিও দিয়েছিল যে ওই বৃদ্ধের পরিচিতদের কন্ট্যাক্টেও সেই অশ্লীল ভিডিওটি পাঠিয়ে দেবে৷  পুলিশ জানিয়েছে, লজ্জা এড়াতে ওই বয়স্ক ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে টাকা ট্রান্সফার করেন৷

    MORE
    GALLERIES

  • 79

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    ওই পুলিশ কর্মকর্তা জানান, ওই বৃদ্ধকে ব্ল্যাকমেল করে টাকা দাবি করতে থাকে ওই নারী। সব মিলিয়ে ৬০ লক্ষ টাকা দেন বৃদ্ধ। এরপরও ওই নারী তাকে ক্রমাগত ব্ল্যাকমেল করেই যাচ্ছিল৷  এরপর মানসিক হয়রানি ও আর্থিক ক্ষতি সইতে না পেরে সাইবার পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ বলেছে যে তারা মহিলার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেছে তার বিশদ তথ্য পাওয়ার চেষ্টা করছে তাঁরা৷

    MORE
    GALLERIES

  • 89

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    যসাইবার ক্রাইম সেলে এটিকে একটি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা   যৌন নির্যাতনের এটি প্রথম ঘটনা, যেখানে ম্যাট্রিমনিয়াল পোর্টালে অর্থাৎ বিয়ের ওয়েবসাইটে নথিভুক্ত ব্যক্তিকে টার্গেট করা হয়েছে।

    MORE
    GALLERIES

  • 99

    Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ

    এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকদের টার্গেট করা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ৷  পুলিশ জানিয়েছে যৌন নির্যাতনের অনেক ক্ষেত্রে অভিযুক্তরা অনেকেই পুরুষ যারা মহিলাদের নাম এবং প্রোফাইল ফটো ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালায় এছাড়াও, সাইবার অপরাধীরা ভিডিও কলে পুরুষদের প্রলুব্ধ করতে মহিলাদের ভিডিও ব্যবহার করেছে।

    MORE
    GALLERIES