Crime News: বিয়ের শখ ঘুচল বুড়োর! ম্যাট্রিমনিয়াল সাইটে বউ খুঁজতে গিয়ে অশ্লীল ভিডিও-র দায়ে ফাঁসল বৃদ্ধ
- Published by:Debalina Datta
Last Updated:
Crime News: সাইবার অপরাধীরা ভিডিও কলে পুরুষদের প্রলুব্ধ করতে মহিলাদের ভিডিও ব্যবহার করেছে।
মুম্বই: মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এক ব্যক্তিকে ব্ল্যাকমেল করে ৬৫ লক্ষ টাকা লুঠ করার ঘটনা সামনে আসায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ৬৫ বছর বয়সী একজন পুরুষ, একটি বিবাহ সংক্রান্ত অর্থাৎ মেট্রিমনিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার থাকা একজন মহিলাকে যৌন হয়রানি করেছেন বলে মারাত্মক অভিযোগ ওঠে৷ কিন্তু আসল কাণ্ড জানলে তুলকালাম পরিস্থিতি তৈরি হবে।
advertisement
এই ঘটনায় সেই বৃদ্ধকে ব্ল্যাকমেল করায় তিনি ৬০ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেন৷ পরে সাইবার ক্রাইম সেলের কাছে তিনি অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগে যে মেট্রিমনি সাইটে এক মহিলার সঙ্গে কথা বলার সময় মহিলাটি একটি ভিডিও কলের সময় তাকে অশ্লীল কাজ করতে বলেছিল। এর পরে মহিলাটি গোপনে তার ক্রিয়াকলাপ রেকর্ড করে এবং ভিডিও ক্লিপটি তাঁর পরিচিতিকে পাঠানোর হুমকি দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওই পুলিশ কর্মকর্তা জানান, ওই বৃদ্ধকে ব্ল্যাকমেল করে টাকা দাবি করতে থাকে ওই নারী। সব মিলিয়ে ৬০ লক্ষ টাকা দেন বৃদ্ধ। এরপরও ওই নারী তাকে ক্রমাগত ব্ল্যাকমেল করেই যাচ্ছিল৷ এরপর মানসিক হয়রানি ও আর্থিক ক্ষতি সইতে না পেরে সাইবার পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ বলেছে যে তারা মহিলার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করেছে তার বিশদ তথ্য পাওয়ার চেষ্টা করছে তাঁরা৷
advertisement
advertisement
এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকদের টার্গেট করা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে যৌন নির্যাতনের অনেক ক্ষেত্রে অভিযুক্তরা অনেকেই পুরুষ যারা মহিলাদের নাম এবং প্রোফাইল ফটো ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালায় এছাড়াও, সাইবার অপরাধীরা ভিডিও কলে পুরুষদের প্রলুব্ধ করতে মহিলাদের ভিডিও ব্যবহার করেছে।