তারা প্রতিবছর নতুন ধান দিয়ে লক্ষীদেবীকে আরাধনা করলেও এবছর ধান চাষে ভাটার কারণে তাদের সেই সুযোগ হয়ে উঠল না। আর তাতেই যেন মন খারাপ কৃষকদের। ফলে দেবী লক্ষ্মীকে ফুল দুর্বাতেই সন্তুষ্ট থাকতে হবে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে এই বছর ফল সহ অন্যান্য পূজা সামগ্রীর দামও আকাশছোঁয়া। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লক্ষ্মী প্রতিমা। আর পুজোর ফল সামগ্রী কিনতে এসে যথেষ্ট সমস্যায় সাধারণ ক্রেতারা।
advertisement
আরও পড়ুনঃ সংশোধনাগারের মধ্যেই মহাঅষ্টমীতে পুজোয় মাতলেন আবাসিকরা
তাদের দাবি ফল সহ অন্যান্য পূজা সামগ্রীর দাম অত্যাধিক হারে বেড়েছে। কিন্তু অন্যদিকে বাঁকুড়া শহরের চকবাজারের একাংশের বিক্রেতার দাবি, আমদানি ভালো, দামও বাড়েনি। সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যেও দাম রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। বাঁকুড়া শহরে কলা (ডজন প্রতি) ৫০ টাকা, আপেল ১০০ টাকা কেজি, লেবু ৮০ থেকে ১০০, বেদানা-২০০, নাসপাতি ১২০-১৫০, নারকেল ৬০, পানিফল ৮০ টাকি কেজি, বাতাবি লেবু ৩০ থেকে ৫০ টাকা, এক ছড়া ধান ৩৫, ডাব ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।
Joyjiban Goswami





