ফেব্রুয়ারি মাসেও ঘটল একই ঘটনা। ঐদিন জন্মদিন থাকা ডাক্তার প্রিয়দর্শী সেনগুপ্ত চেনা শহরের অচেনা রূপে আহ্বান জানিয়েছেন সকলকে৷ ব্যাপারটি ঘটেছে বাঁকুড়া জেলার "চেনা শহরের অচেনা রূপ" নামের কোভিড গৃহবন্দিকালে সংগঠিত এক সংস্থার হাত ধরে।
আরও পড়ুন: আগামিকাল বাতিল তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন, জেনে নিন কোন কোন ট্রেন
"চেনা শহরের অচেনা রূপের " সভাপতি সুব্রত দরিপা জানান যে ২০২০ সালে কোভিড এর সময় গৃহবন্দি মনমরা বাঁকুড়াবাসীদের আনন্দ দিয়েই এই সংস্থার জন্ম দেন তিনি। বাঁকুড়া শহরের গুণী শিল্পীদের নিয়ে তৎকালীন সময়ে চলত সামাজিক মাধ্যমে লাইভ শো। ধীরে ধীরে জনপ্রিয়তা পায় এই উদ্যোগ এবং আজ "চেনা শহরের অচেনা রূপ " এর নাম বাঁকুড়ার বাইরের মানুষও জানেন।
advertisement
বাঁকুড়া হারিয়েছে লোকসংগীত কিংবদন্তি সুভাষ চক্রবর্তীকে তাই গত মাসের চেয়ে ভারাক্রান্ত ভাবেই পালিত হল বাঁকুড়ার ১০ জন শিল্পীর জন্মদিন এমনটাই জানান চেনা শহরের অচেনা রূপের সভাপতি সুব্রত দরিপা। মহান এই লোকসংগীত শিল্পী কে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে "চেনা শহরের অচেনা রূপ"।
Nilanjan Banerjee