কীসের এই গরম, কেনই বা এত গরম অনেকের মনেই দানা বাঁধছিল বিভিন্ন আশঙ্কা। অবশেষে আশঙ্কার অবসান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কারণ উদঘাটন করে গ্রামের মানুষকে বিশদে দেখিয়ে আশ্বত করা হয়েছে। বাঁকুড়ার ছাতনা থানার ভূঁইয়াপাড়া গ্রামে এই খবরে নড়েচড়ে বসে প্রশাসন, খবর দেওয়া হয় বিজ্ঞানমঞ্চকে।
West Bengal HS Result 2023 LIVE : ক্লিক করুন আর সবচেয়ে সহজে এখানে দেখে নিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
advertisement
বিজ্ঞানমঞ্চের পাঁচ সদস্যের একটি দল যায় ভূঁইয়াপাড়া গ্রামের কাশীনাথ কুম্ভকারের বাড়ি। ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে সন্দেহ হয় ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণেই এমনটা হয়ে থাকলেও থাকতে পারে। সামান্য একটা টেস্টারের টেস্টেই কিস্তিমাত। কোনও কারনে বাড়ি মেঝে কিংবা সিঁড়ির বিমের সঙ্গে হয়ে গিয়েছিল ইলেকট্রিকের সংযোগ। আর তাতেই সিঁড়ির ধাপ শুরুর নিচের অংশ গরম হওয়ার রহস্য উদঘাটন হল। খুশি কুম্ভকার পরিবার খুশি এলাকার মানুষজন।
Priyabrata goswami