এখন একটু সামান্য কিছু চিকিৎসা পরিষেবা পেতে গেলে গদারডিহি সহ পাশ্ববর্তী গ্রামের মানুষদের দীর্ঘ পথ অতিক্রম করে ছুটে যেতে হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। সপ্তাহে তিনদিন এক ডাক্তারবাবু এবং একজন নার্সের আগমন হলেও মেলেনা সেইভাবে কোনো পরিষেবা।
আরও পড়ুনঃ অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ টি মোবাইল উদ্ধার করল পুলিশ
advertisement
এই স্বাস্থ্যকেন্দ্রটিকে রক্ষনা বেক্ষনের জন্য একজন গ্রামবাসীকে রোজ একশো টাকার বিনিময়ে রাখা হলেও তার একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা এত বড় স্বাস্থ্য কেন্দ্রের রক্ষণাবেক্ষণ। গ্রামের মানুষের প্রশাসনের কাছে আর্জি অবিলম্বে ফিরে আসুক তাদের 25 বছরের হারিয়ে যাওয়া এই স্বাস্থ্য কেন্দ্রটি। তাহলে গ্রামের মানুষগুলো ফিরে পেতে পারবে আবার আগের মতো সমস্ত কিছু পরিষেবা।
আরও পড়ুনঃ অস্তিত্বের সংকটে বিষ্ণুপুরের লন্ঠন শিল্প
তবে বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জী বলেন এই দীর্ঘদিনের সমস্যাটি প্রশাসনকে জানানো হয়েছে। খুব শীঘ্রই নতুন বিল্ডিং করার কাজ শুরু হবে এবং ওই এলাকার সাধারণ মানুষ ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
Joyjiban Goswami