Bankura: অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ টি মোবাইল উদ্ধার করল পুলিশ

Last Updated:

অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। উদ্ধার প্রায় 200 টি মোবাইল। জেলার মোবাইল চোরেরা এবার সাবধান।

বাঁকুড়া : অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। উদ্ধার প্রায় 200 টি মোবাইল। জেলার মোবাইল চোরেরা এবার সাবধান। চুরি করা মোবাইল এর অবস্থান চিহ্নিত করে আপনার ঘরে হানা দিতে পারে পুলিশের পেশাল অপারেশন গ্রুপ। আর তাতেই মোবাইল সহ আপনার ঠাই হবে শ্রীঘরে। বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান নামে ওয়েব পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া প্রায় ২০০ টি মোবাইল ফোন পুনরুদ্ধার করে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশ লাইনে সংশ্লিষ্ট মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হল বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে। বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্ট ফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়তে হয়েছে বহু মানুষকে। আর অভিযোগ পাওয়া মাত্র বাঁকুড়া জেলা পুলিশ শুরু করে ওই মোবাইল খোঁজে তল্লাশি। মেলে সাফল্য। একের পর এক মোবাইল চোর ধরা হয় গ্রেপ্তারও। এর আগে প্রায় ৬৫০ টির মত মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকের হাতে তুলে দেওয়া হয়েছিল বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) বিবেক ভার্মা, ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন দুই থেকে তিন মাসের মধ্যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া 200 টি মোবাইল সংশ্লিষ্ট মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হলো । মোবাইল এখনকার দিনে একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং তা হারিয়ে যাবার ফলে অনেক মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।
advertisement
আরও পড়ুনঃ অস্তিত্বের সংকটে বিষ্ণুপুরের লন্ঠন শিল্প
বাঁকুড়া জেলা পুলিশ মোবাইল উদ্ধারের কাজ লাগাতার চালিয়ে যাচ্ছে। এবং আশা করি আগামী দিনে আরও চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিতে পারব সংশ্লিষ্ট মোবাইল মালিকদের হাতে। এই 200 টি মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে অভিযোগের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে। তারমধ্যে বাঁকুড়া সদর থানার মোবাইল হারানোর সংখ্যা বেশি রয়েছে 32 টি। তা ছাড়াও রয়েছে ওন্দা বিষ্ণুপুর শালতোড়া সহ বিভিন্ন থানা থেকে আসা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আধুনিকতার ছোঁয়ায় ভাটা পড়েছে পটুয়াদের পট শিল্পে
এই মোবাইল উদ্ধার করতে গিয়ে অনেক মোবাইল চোরদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। তবে তিনি চোরদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন মোবাইল চুরি বা এলাকায় যদি কেউ কোন অসামাজিক কাজকর্ম করেন তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এইদিকে হারানো ফোন আবার ফিরে পেয়ে বেজায় আপ্লুত মোবাইল ফিরে পাওয়া ব্যাক্তিরা। তারা ধন্যবাদ জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশকে।
advertisement
Joyjiban Goswami
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ টি মোবাইল উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement