২০১৯ সালে বাঁকুড়ার ছাতনায় ড্যাফোডিলস অ্যাকাডেমির পথ চলা শুরু হয়। এখানে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয়। সিবিএসসি বোর্ডের আদলে পঠনপাঠন চলে। নাচ, গান, যোগ শিক্ষার পাশাপাশি পাঠ্যপুস্তকে থাকা বিষয়গুলিও হাতে-কলমে এই অল্প বয়সেই করে দেখানো হয় ছাত্রছাত্রীদের। এখানকার শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্যই থাকে ছোট ছোট ছেলেমেয়েদের মনে যেন পড়াশোনা নিয়ে কোনরকম ভীতিক কাজ না করে। সেই কারণেই গতে বাঁধা পদ্ধতি ভেঙে হাসি খেলা মজার মধ্য দিয়ে চলে পাঠদান।
advertisement
আরও পড়ুন: পথের পশু অসুস্থ হলেই বাইক নিয়ে হাজির হয়ে যায় যুবকের দল, শুরু হয় চিকিৎসা
এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে শুধুমাত্র উচ্চ বা মধ্যবিত্ত শ্রেণি নয়, দরিদ্র পরিবারের শিশুরাও পড়াশোনা করে। এখানে ইংরেজির পাশাপাশি বাংলা পড়াশোনার উপরেও জোর দেওয়া হয়।
নীলাঞ্জন ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 8:19 PM IST