দেখতে দেখতে তবলাতে পারদর্শী হয়ে ওঠে দেবজিৎ। তবে শুধুমাত্র তবলা নয় নিয়ম করে নিজের পড়াশোনাও করে দেবজিৎ। দেবজিৎ ঘোষ এর বাবা বিশ্বজিৎ ঘোষ ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। তবে ব্যবসা সামলে ছেলেকে প্রতিটি মুহূর্ত নজর রাখেন তিনি।
আরও পড়ুনঃ শহর জুড়ে অশ্লীল বিজ্ঞাপনের হোর্ডিং! হোর্ডিং খুলল প্রশাসন
advertisement
তিনি বলেন ছেলের ছোট বয়স থেকেই এই প্রতিভা আমাদের নজরে আসে এবং তাই উপহার হিসেবে ছেলেকে জন্মদিনে তবলা কিনে দিই। পরে একজন শিক্ষকের সাথে যোগাযোগ করে বাড়িতেই ছেলেকে তবলা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ করেন তিনি।
আরও পড়ুনঃ আষাঢ়েও অধরা ভারি বৃষ্টির, মাথায় হাত চাষীদের, ঘাটতি ধান চাষে
ছোট্ট চার বছরের ছেলে দেবজিৎ ধীরে ধীরে তবলায় পারদর্শী হয়ে ওঠে। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় স্বভাবতই ছেলের অভাবনীয় তালজ্ঞানকে শ্রদ্ধা জানিয়েছেন বাবা বিশ্বজিৎ ঘোষ।
Joyjiban Goswami