TRENDING:

Bankura: বিশালাকার একুশ ফুটের গনেশ দেখতে ভিড় শহরবাসীর

Last Updated:

দেশজুড়ে ধুমধাম এর সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। গণেশ চতুর্থীতে গণেশ পূজোকে কেন্দ্র করে মিনি মহারাষ্ট্রের চেহারা নিয়েছে বাঁকুড়া শহর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : দেশজুড়ে ধুমধাম এর সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। গণেশ চতুর্থীতে গণেশ পূজোকে কেন্দ্র করে মিনি মহারাষ্ট্রের চেহারা নিয়েছে বাঁকুড়া শহর। ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে পঞ্চম বর্ষের পূর্তি উপলক্ষে ২১ ফুটের বিশালাকার গণেশ প্রতিমা তৈরি করে সবার নজর কেড়েছে এই কমিটি। প্রতিমাটি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করেন গণেশ প্রেমীরা।
advertisement

 

 

সিদ্ধিদাতা গণেশ সাফল্য, বিঘ্ন নাশকারী, বুদ্ধি, জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা। যে কোনও পুজোর শুরুতে গণেশ বন্দনা করলে সব বিঘ্ন নাশ হয় এবং সাফল্য প্রাপ্ত হয়। বাঁকুড়া শহরে কয়েক বছর আগেও গনেশ পূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের এতটা উন্মাদনা ছিল না। সময়ের সঙ্গে গণেশ পুজোকেও কেন্দ্র করে মানুষের আগ্রহ আর বাঁধভাঙ্গা উচ্ছাস বেড়েই চলেছে।

advertisement

আরও পড়ুনঃ বড়জোড়া রেঞ্জে এল নতুন বারোটি হাতির দল! ভয়ে কাঠ গ্রামবাসীরা

 

 

তবে বাঁকুড়ার শহরের মধ্যে এই বিশালাকার গণেশ যেন এক অন্য মাত্রা যোগ করেছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীর থেকে সাধারণ মানুষজন ভিড় করেছেন বিশালাকার ২১ ফুটের গণেশ দেখতে। চলছে গণেশ ঠাকুরের সঙ্গে দিব্যি সেলফি তোলা। ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্য শুভ ব্যানার্জি বলেন এক বন্ধুর উদ্যোগে ছোট করে এই গনেশ পুজো আমরা শুরু করি।

advertisement

আরও পড়ুনঃ আছে কল, নেই জল! অদ্ভুত সমস্যায় গ্রামবাসীরা

 

 

পঞ্চম বর্ষ উপলক্ষে তাদের বিশেষ আকর্ষণ এই একুশ ফুটের বিশাল আকার গণেশ। দুর্গাপুজোর মত তারা গনেশ পূজা আগামী দিন আরও ভালো করে করতে চান। তাদের এই বিশালাকার গণেশ দেখতে ভালোই ভিড় জমাবেন সাধারণ মানুষ বলে তিনি আশাবাদী।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: বিশালাকার একুশ ফুটের গনেশ দেখতে ভিড় শহরবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল