হাতির তাণ্ডব বৃদ্ধি পেতেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। হাতি তাড়াতে বনকর্মীদের দেখা মেলেনা বলে অভিযোগ। যদিও এই বিষয়ে বন দফতরের কোনও মন্তব্য মেলেনি। এদিকে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁর দলসিংপাড়াতে হাতির হানার ঘটনা সামনে এসেছে। বুধবার ভোরে হাতি এসে এলাকায় তাণ্ডব চালায়। দলসিংপাড়া চার্চ লাইন, স্টেশন লাইন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় বুনো হাতি। এলাকার বাসিন্দারা জানান,বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় একটি হাতি।
advertisement
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিল সাশ্রয় করতে সৌরশক্তি দিয়ে চলছে মাঝেরডাবরি চা বাগান
এলাকার বাসিন্দা টিনা খড়িয়া ঘর ভেঙ্গে দেয়, প্রাণে বাঁচতে টিনা খড়িয়া ঘর ছেড়ে দৌড়ে পালায়। এলাকার বাসিন্দা কানছা রাই-এর ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছেনা বলে অভিযোগ। এছাড়া বন দপ্তরের পক্ষ থেকে সার্চ লাইট দেওয়া হচ্ছে না, পটাকা দেওয়া হচ্ছে না। বুধবার সকালে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।
আরও পড়ুনঃ দৈনিক মজুরি বৃদ্ধিতে খুশি নন চা বাগানের শ্রমিকরা! ফের অন্দোলনের হুমকি
এই বিষয়ে ভার্ণাবাড়ির বীট অফিসার প্রদীপ কুমার বর্মণ জানান, একটি গাড়ি দিয়ে এত বড় এলাকা টহল দেওয়া যায় না। আরেকটি গাড়ির আবেদন বন বিভাগের কাছে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের জন্য এই অফিসে যোগাযোগ করতে পারেন।
ঠিকানা - উত্তর মাদারিহাট ফরেস্ট অফিস
আলিপুরদুয়ার। ৭৩৫২২০.
google location for range office
Ananya Dey