TRENDING:

North Bengal News: সাতসকালে বাংলোর দরজা খুলে হতভম্ব চা বাগানের ম্যানেজার! সামনে ওরা কারা দাঁড়িয়ে? আতঙ্কে রক্ত জল! শিরদাঁড়া বেয়ে বয়ে গেল হিমস্রোত...দেখুন ভিডিও

Last Updated:

North Bengal News:আতঙ্ক ছড়িয়ে পড়েছেন গোটা এলাকায়। খবর পাওয়ার পর বন দফতরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: সাতসকালে চা বাগানের ম্যানেজার বাংলোর সামনে শ্রমিকদের নয়, বরং দেখা গেল বুনো হাতির দলকে।ফালাকাটা ব্লকের অন্তর্গত সরুগাঁও চা বাগানে এখনও রয়েছে হাতির দলটি। ছোট বড় মিলিয়ে প্রায় ১৫ টি হাতি রয়েছে ওই দলে।
advertisement

জানা গিয়েছে খাবারের খোঁজে হাতির একটি দল হঠাৎ করেই জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ টি হাতির একটি দল সংশ্লিষ্ট এলাকায় ঢুকে প্রথমে ২৪৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল সাবাড় করে। এরপরে চা বাগানে বাংলোর পাশের একটি জঙ্গলে আশ্রয় নেয় হাতির দলটি। এদিকে মঙ্গলবার সকালে সরুগাও চা বাগানের বাসিন্দারা প্রথমে হাতির দলটিকে লোকালয়ের মধ্যে দেখতে পান।আতঙ্ক ছড়িয়ে পড়েছেন গোটা এলাকায়। হাতিগুলিকে দেখে স্থানীয়রা আতঙ্কে দ্রুত বন দফতরে খবর দেন।

advertisement

আরও পড়ুন : কোন ভিটামিনের অভাবে হাত পায়ে দগদগে হাজা হয়? চুলকানি-জ্বালায় জেরবার অবস্থা? জানুন কী কী খাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে বিজন ডাক্তারের অভিনব প্রয়াস! কর্মকাণ্ড দেখে থমকে যান পথচলতিরা
আরও দেখুন

খবর পাওয়ার পর বন দফতরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
North Bengal News: সাতসকালে বাংলোর দরজা খুলে হতভম্ব চা বাগানের ম্যানেজার! সামনে ওরা কারা দাঁড়িয়ে? আতঙ্কে রক্ত জল! শিরদাঁড়া বেয়ে বয়ে গেল হিমস্রোত...দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল