জানা গিয়েছে খাবারের খোঁজে হাতির একটি দল হঠাৎ করেই জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ টি হাতির একটি দল সংশ্লিষ্ট এলাকায় ঢুকে প্রথমে ২৪৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল সাবাড় করে। এরপরে চা বাগানে বাংলোর পাশের একটি জঙ্গলে আশ্রয় নেয় হাতির দলটি। এদিকে মঙ্গলবার সকালে সরুগাও চা বাগানের বাসিন্দারা প্রথমে হাতির দলটিকে লোকালয়ের মধ্যে দেখতে পান।আতঙ্ক ছড়িয়ে পড়েছেন গোটা এলাকায়। হাতিগুলিকে দেখে স্থানীয়রা আতঙ্কে দ্রুত বন দফতরে খবর দেন।
advertisement
আরও পড়ুন : কোন ভিটামিনের অভাবে হাত পায়ে দগদগে হাজা হয়? চুলকানি-জ্বালায় জেরবার অবস্থা? জানুন কী কী খাবেন
খবর পাওয়ার পর বন দফতরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।