কিন্তু নানা সমস্যার মধ্যে তীব্র সমস্যা পানীয় জলের। সামনাসামনি কোনও নদী নেই। জল আনতে যেতে হয় ২০ কিলোমিটার দূর। গরমের দিনে সমস্যা আরও বেড়ে চলে। একটু জল পাওয়ার জন্য এদিক ওদিক ছুটতে থাকেন বাসিন্দারা। ভোট আসে ভোট যায়,জল সমস্যার সমাধান হয় না।
আরও পড়ুন:শুধু চাটনি নয়, খেয়ে দেখুন ‘এই’ পাঁচমিশালি সবজি! একবার খেলেই মুখে লেগে থাকবে, কোথায় পাবেন?
advertisement
এলাকার বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন,দীর্ঘ সাত বছরের জলের সমস্যার সমাধান যখন হয়নি তখন এবার আর ভোট নয়। মুখের আশ্বাস নয়,লিখিত আশ্বাস দিতে হবে প্রার্থীদের। তারা ভোটে জিতলে এই এলাকার জল সমস্যার সমাধান হবে। তবেই ভোট দেবেন ভাটপাড়ার বাসিন্দারা। নয়ত ভোট বয়কট হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Lok Sabha Election 2024: আগে পানীয় জল পরে ভোট! জল না পেলে নির্বাচন বয়কটের ডাক গ্রামবাসীদের





