দুর্ঘটনাগ্রস্থ কালকূট ব্রীজে পৌঁছান শামুকতলা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার দু'পাশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তা পরিস্কার হতে সময় লাগবে।পণ্যবাহী গাড়ির চালক থেকে শুরু করে জাতীয় সড়ক দিয়ে চলা গাড়িগুলি রাস্তায় আটকে রয়েছে।
advertisement
আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিহরপাড়ায়, গ্রেফতার ১
আরও পড়ুন : শীতে নয়া ডেস্টিনেশন ‘মিনি সুন্দরবন’! বড়দিনেই ঘুরে আসুন পুরুলিয়ার এই গ্রামে
পণ্যবাহী গাড়ির চালকরা জানিয়েছেন পেঁয়াজের গাড়ির চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন অতিরিক্ত গতিতে। যার ফলে দুর্ঘটনা ঘটেছে। জাতীয় সড়কে কয়েক হাজার গাড়ি আছে সকাল থেকেই।কখন এই যানজট মিটবে প্রশ্ন তুলেছেন অন্যান্য গাড়ির চালকেরা।পুলিশের পক্ষ থেকে বারবার গাড়ির চালকদের সাবধান করা হচ্ছে যাতে সঠিক নিয়ম মেনে তারা গাড়ি চালান।তন্দ্রাভাব এলে গাড়ি থামিয়ে দিতে বলা হয়েছে।
Annanya Dey