Purulia Offbeat Place : শীতে নয়া ডেস্টিনেশন ‘মিনি সুন্দরবন’! বড়দিনেই ঘুরে আসুন পুরুলিয়ার এই গ্রামে

Last Updated:

Purulia Offbeat Place : এই শীতে এখানে বাড়তি পাওনা পরিযায়ী পাখি। সঙ্গে রয়েছে নৌকাবিহার।

#পুরুলিয়া: জাঁকিয়ে শীত পড়তেই  পর্যটকদের ডাক পুরুলিয়ার সুন্দরবনে।  রাজ্য, দেশ তো বটেই বিদেশের পর্যটকদেরও প্রিয় পুরুলিয়া সুন্দরবন। পুরুলিয়া শহর থেকে  প্রায় ৪৫ কিলোমিটার।
কাশীপুরের রঞ্জনডির যোগমায়া জলাধার। আর এই জলাধার হয়ে উঠেছে পুরুলিয়ার এক টুকরো সুন্দরবন। পর্যটকদের ডাক দিচ্ছে কাশিপুরের যোগমায়া সরোবর, যা অনেকেই পুরুলিয়ার সুন্দরবন বলে থাকে। বিস্তীর্ণ জলরাশির পাড়ে ঘণ অরন্য। ভালবেসে মানুষ বলেন সুন্দরবন। শীতকালে ডেস্টিনেশন তো এমন জায়গা হতেই পারে।
advertisement
advertisement
শহর কাশিপুর থেকে ৫ কিলোমিটার দূরে রঞ্জনডি গ্ৰামের গা ঘেঁষে রয়েছে এই জলাধার। ঢালু অববাহিকা ধরে এখানে জলাশয়টি এখন জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। জল-জঙ্গলের মিশেলে যা অপরূপা হয়ে উঠেছে। শীতে কদিন যারা নিভৃতে, প্রকৃতির কোলে একাত্ম হতে চান, তাঁরা যেতেই পারেন এখানে। রয়েছে রাত্রিবাসের জন্য কাশিপুর পঞ্চায়েত সমিতির অতিথি আবাসও। শীতে ভ্রমণের জন্য  এ এক আদর্শ পর্যটন কেন্দ্র। এই শীতে এখানে বাড়তি পাওনা পরিযায়ী পাখি। সঙ্গে রয়েছে নৌকাবিহার। বিস্তীর্ণ জলরাশি তারমধ্যে সোনাঝুরি গাছ, নৌকা দিয়ে যেতে যেতে মনে করিয়ে দেবে সুন্দরবনকে।
advertisement
 Indrajit Mandal
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia Offbeat Place : শীতে নয়া ডেস্টিনেশন ‘মিনি সুন্দরবন’! বড়দিনেই ঘুরে আসুন পুরুলিয়ার এই গ্রামে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement