বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ঘন অরণ্যের ভিতরেই ঝিরঝির করে বয়ে চলেছে তন্বী নদী সিকিয়াঝোরা। ভারত এবং ভুটানের মধ্যে হাতিদের অভিবাসনের কারণে এই বক্সা অরণ্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত। এই বক্সার মধ্যেই আটটি পৃথক পৃথক জঙ্গল রয়েছে। কয়েক বছর আগে সিকিয়াঝোরায় পশ্চিমবঙ্গের বনদপ্তর থেকে একটি ছোট্ট বাঁধ এবং একটি জলাধার তৈরি করে দেওয়া হয়েছিল। বক্সা অরণ্যের দমনপুর রেঞ্জের অন্তর্গত সিকিয়াঝোরা বহু সময় ধরেই নৌ-বিহারের আস্বাদের টানে বহু পর্যটককে আকৃষ্ট করে।
advertisement
আরও পড়ুনঃ শামুকতলা হাসপাতালে চিকিৎসকের দেখা না মেলায় ক্ষুব্ধ রোগীরা
সম্প্রতি ডুয়ার্স ভ্রমণের সঙ্গেই এই সিকিয়াঝোরার নৌকাবিহার এক অত্যন্ত অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। সাধারণত জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকালের কারণে বক্সার জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ থাকে। তাছাড়া বছরের যে কোনও সময় আসা যায় সিকিয়াঝোরা। শীতকাল আদর্শ সময়। আর সিকিয়াঝোরার নৌকাবিহারের জন্য ভোরে অথবা বিকেলের দিকে বেরোনোই ভাল।
আরও পড়ুনঃ ডেঙ্গির আতুঁরঘরের রূপ নিচ্ছে কালচিনির নিমতি এলাকা! ক্ষোভ স্থানীয়দের
বিশেষত দিনের ঐ সময়েই বন্য জন্তুরা অনেক সময় সিকিয়াঝোরায় জল খেতে আসে, ফলে তাদের দেখা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে এই পর্যটনকেন্দ্রে কিছু পরিকাঠামোর অভাব দেখা দিয়েছে।পর্যটকদের অভিযোগ আরও কয়েকটি বোট নদীতে নামালে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।বর্তমানে দুটি বোট চলে নদীতে।পাশাপাশি শৌচালয়ের অসুবিধা রয়েছে এই পর্যটনস্থলে।বিশেষ করে মহিলাদের অসুবিধার সন্মুখীন হতে হয়।যার জন্য শৌচালয়ের উন্নতিসাধনের কথা বলা হয়েছে।শৌচালয় সংস্কারের দাবি সবচাইতে বেশি পর্রটকদের।
Annanya Dey