Alipurduar News: ডেঙ্গির আতুঁরঘরের রূপ নিচ্ছে কালচিনির নিমতি এলাকা! ক্ষোভ স্থানীয়দের

Last Updated:

নর্দমায় জমা জল, আর তার দুর্গন্ধে নাজেহাল কালচিনি ব্লকের নিমতি এলাকার মানুষ। এছাড়া ডেঙ্গি, ম্যালেরিয়ার মত রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছেন এলাকাবাসী। ডেঙ্গির আতুরঘরের রূপ নিচ্ছে এলাকাটি।

+
title=

#আলিপুরদুয়ার : নর্দমায় জমা জল, আর তার দুর্গন্ধে নাজেহাল কালচিনি ব্লকের নিমতি এলাকার মানুষ। এছাড়া ডেঙ্গি, ম্যালেরিয়ার মত রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছেন এলাকাবাসী। ডেঙ্গির আতুরঘরের রূপ নিচ্ছে এলাকাটি। তাদের অভিযোগ, 'বছরের পর বছর এই নর্দমা পরিষ্কার করা হয়নি, এছাড়া এই নর্দমা আবর্জনায় ভরা তাই জল যাওয়ার রাস্তাও নেই। এই জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এরফলে পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে এলকায়। এছাড়া রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছেন তারা। আর নর্দমা পরিষ্কার না হওয়ায় তাতে গজিয়ে উঠেছে নানান আগাছা।'
এলকাবাসীরা আরও জানান, 'সম্প্রতি এই এলকায় দুজন ডেঙ্গিতেও আক্রান্ত হয়েছে। তাই আমরা চাই দ্রুত এই নর্দমা পরিষ্কার করা হক।' এ বিষয়ে উল্লেখ্য নিমতি চৌপথি এলাকার এই নর্দমার পাশেই রয়েছে একাধিক বাড়ি, দোকান ও বাজার। আর এই নর্দমা পরিষ্কার না হওয়ায় সমস্যায় পড়েছেন তারা।' এলাকার ব্যবসায়ীরা জানান, 'এই নর্দমার পাশেই দোকান দিয়ে থাকেন তারা। আর এই নর্দমার দুর্গন্ধে একাধিক সমস্যায় পড়তে হয়।
advertisement
আরও পড়ুনঃ চা বাগানের কিশোরীদের সুবিধার্থে মালঙ্গীতে চালু হল 'সেফ স্পেস'
এছাড়া পোকামাকড়ের উপদ্রব তো আছেই। মাঝে নর্দমা পরিষ্কারের কাজ শুরু হলেও, অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায় এবং পুনরায় আর শুরু হয়নি।' এক এলাকাবাসী জানান, 'প্রায় ১০ বছর হয়ে গিয়েছে এই নর্দমা পরিষ্কার হয়না। বাড়িতে ছোট শিশু রয়েছে, এর কারনে রোগ ছড়াচ্ছে। আমাদের দাবি দ্রুত এই নর্দমা পরিষ্কার করা হক।'
advertisement
advertisement
আরও পড়ুনঃ গাছ কাটার বিরুদ্ধে সরব রাধারানী চা বাগানের শ্রমিকরা
পঞ্চায়েত সমিতির সদস্য ধর্মবীর ঝা জানান, 'দু-তিন মাস আগে এখানে নর্দমা পরিস্কারের কাজ শুরু হয়েছিল, তবে এলকারই কিছু মানুষ এসে তা আটকে দেয়। তাদের অভিযোগ নর্দমা সরু হচ্ছে, আর এটা সরু হলে তো নর্দমার জল যাওয়ার রাস্তা থাকবে না, তা এভাবেই এক জায়গায় আটকে থাকবে। এখন এই জল জমে থাকায় রোগ, দুর্গন্ধ ছড়াচ্ছে।প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয়েছে।'
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ডেঙ্গির আতুঁরঘরের রূপ নিচ্ছে কালচিনির নিমতি এলাকা! ক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement