Alipurduar News: চা বাগানের কিশোরীদের সুবিধার্থে মালঙ্গীতে চালু হল 'সেফ স্পেস'

Last Updated:

নিজেদের বিভিন্ন সমস্যার কথা মুখ ফুটে বলতে পারেনা চা বাগানের কিশোরীরা। তাদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছিল সেফ স্পেস। সিনি এবং সরকারি উদ্যোগে কালচিনি ব্লকের মালঙ্গী গ্রাম পঞ্চায়েতে চালু হল সেফ স্পেস।

+
title=

#আলিপুরদুয়ার : নিজেদের বিভিন্ন সমস্যার কথা মুখ ফুটে বলতে পারেনা চা বাগানের কিশোরীরা। তাদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছিল সেফ স্পেস। সিনি এবং সরকারি উদ্যোগে কালচিনি ব্লকের মালঙ্গী গ্রাম পঞ্চায়েতে চালু হল সেফ স্পেস। কিশোরীদের সমস্যা সমাধানে অন্যতম ভূমিকা গ্রহণ করবে সেফ স্পেসবলে জানা যায়। বিশেষ করে আঠারো বছরের কমের মেয়েরা তাদের সমস্যার কথা এসে জানাতে পারবে এই জায়গায়। চা বলয় এলাকায় নানান সমস্যার সন্মুখীন হতে হয় মেয়েদের।
যদি কোনো কিশোরী বা তরুণী সমস্যা জানানোর সময় নিজের নাম না জানাতে চায়। তার জন্য ব‍্যবস্থা রয়েছে। ড্রপ বক্সে অনায়াসে সে চিঠি দিয়ে আসতে পারবে। এই সেফ প্লেসের সদস্যেরা বিশেষ করে ডেঙ্গু সচেতনতা ও বাল্য বিবাহ রোধে বিশেষ ভূমিকা নেবে। দেশে বাল্যবিবাহ বন্ধ আইন কড়া ভূমিকা নিলেও চা বাগানে এই নিয়মের শিথিলতা বেশিরভাগ সময় দেখা যায়। পরিবার ঠিকমতো চালাতে না পাড়লেই বলি হয় বাড়ির মেয়েরা।
advertisement
আরও পড়ুনঃ গাছ কাটার বিরুদ্ধে সরব রাধারানী চা বাগানের শ্রমিকরা
তাই বেশিরভাগ সময় দেখা যায় বারো, তেরো বছরের কিশোরীদের বিয়ের ব্যবস্থা করে ফেলেন অভিভাবকেরা। প্রশাসনের নজরে বাল্যবিবাহের খোঁজ এলে তা বন্ধ করা হয়। এমনও কিছু প্রত‍্যন্ত এলাকা আছে যেখানে একটি কিশোরীর বাল্যবিবাহ হয়ে গেলেও তার খোঁজ পান না প্রশাসনের কেউই। সিনির পক্ষ থেকে আশা রাখা হচ্ছে দুর্গম এলাকার কিশোরীরা তাদের ওপর অত্যাচার হলেই তা এসে জানাবে তাদের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জীবিকা হারানোর ভয়ে আতঙ্কিত কালজানি নদী পাড়ের বাসিন্দারা!
বিষয়টি গুরুতর হলে তা লিখে জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। অন্যায়,অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাবে সেফ স্পেসবলে জানা যায়। সেফ স্পেসে কোনও কিশোরী এসে সমস্যার কথা জানালেই তা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে সংস্থার তরফে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বাগানের কিশোরীদের সুবিধার্থে মালঙ্গীতে চালু হল 'সেফ স্পেস'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement