Alipurduar News: জীবিকা হারানোর ভয়ে আতঙ্কিত কালজানি নদী পাড়ের বাসিন্দারা!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
নদীর পাশে হর্টিকালচার ইউনিট তৈরির খবর জানেন না এলাকাবাসীরা। ক্ষুব্ধ কালজানি নদী পাড়ের বাসিন্দারা। কালচিনি ব্লকের নিমতি কালজানি নদীর পার্শ্ববর্তী জমিতে প্রশাসনের তরফে হর্টিকালচার ইউনিট করবার কথা রয়েছে।
#আলিপুরদুয়ার : নদীর পাশে হর্টিকালচার ইউনিট তৈরির খবর জানেন না এলাকাবাসীরা। ক্ষুব্ধ কালজানি নদী পাড়ের বাসিন্দারা। কালচিনি ব্লকের নিমতি কালজানি নদীর পার্শ্ববর্তী জমিতে প্রশাসনের তরফে হর্টিকালচার ইউনিট করবার কথা রয়েছে। এরপর এই খবর চাউর হতেই এর বিরুদ্ধে সরব হলেন নিমতি এলকার বর্মন পাড়া এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, 'তাদেরকে অন্ধকরে রেখে প্রশাসনের তরফে এরূপ কাজ করা হচ্ছে।'
তারা বলেন, 'এই এলাকার ৫ হাজারেও বেশি মানুষ এই জমির ওপর নির্ভরশীল। তারা এই জমিতে পশুপালন করেই নিজের জীবিকা নির্বাহ করে।এখন প্রশাসনের তরফে এই জমিতে হর্টিকালচার ইউনিট তৈরি করা হবে বলা হচ্ছে। এরপরই আমাদের জীবিকা ও জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে।' এলাকার বাসিন্দারা বলেন, 'এলাকাবাসীর কেউই জানে না কী এই হর্টিকালচার ইউনিট, এটা হলে আমাদের কী লাভ হবে। এ নিয়ে আমাদের সাথে কোনো আলোচনাই হয়নি। এই জমিতেই পশুপালন করি আমরা, জমি নিয়ে নিলে কীভাবে জীবিকা নির্বাহ করবো। আমরা এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো।'
advertisement
আরও পড়ুনঃ বুনো হাতির হানায় শামুকতলায় জখম এক বৃদ্ধ
অন্যদিকে, এলাকা বাসীর পাশে থাকবার কথা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এই হর্টিকালচার ইউনিট মুলত ফুল ও ফল গাছের চারা রোপণের জন্য গড়ে তোলা হবে। সংরক্ষণ করা হবে গাছগুলিকে। এই নিয়ে একটি শিল্পের ভাবনা রয়েছে প্রশাসনের। তবে স্থানীয় বাসিন্দাদের এই স্থানে কাজ দেওয়া হবে কি না? তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্মার্ট ক্লাসরুমে পড়াশুনোয় নতুন গতি জটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে
একেই কালজানি নদী থেকে বালি,পাথর তোলার কাজ বন্ধ রয়েছে। যার ফলে সংকটে নদীপাড় সংলগ্ন এলাকার মানুষের জীবিকা। বিকল্প জীবিকা হিসেবে পশুপালন শুরু করেছিলেন তারা। এই জীবিকা বর্তমানে হারিয়ে যাওয়ার মুখে। যা নিয়ে চিন্তিত সকলেই।
Annanya Dey
Location :
First Published :
November 18, 2022 4:55 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জীবিকা হারানোর ভয়ে আতঙ্কিত কালজানি নদী পাড়ের বাসিন্দারা!