Alipurduar News: শামুকতলা হাসপাতালে চিকিৎসকের দেখা না মেলায় ক্ষুব্ধ রোগীরা

Last Updated:

আলিপুরদুয়ার জেলার শামুকতলা প্রাথমিক স্ব‍াস্থ‍্য কেন্দ্রে মঙ্গলবার আউটডোরে ডাক্তারে দেখা নেই এমনকি হাসপাতালে নেই ডাক্তার রোগীরা এসে ঘুরে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এমন ছবি।

+
title=

#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার শামুকতলা প্রাথমিক স্ব‍াস্থ‍্য কেন্দ্রে মঙ্গলবার আউটডোরে ডাক্তারে দেখা নেই এমনকি হাসপাতালে নেই ডাক্তার রোগীরা এসে ঘুরে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এমন ছবি। হাসপাতালে এদিন ডাক্তার অনুপস্থিত থাকায় সমস্যায় পড়েছে চিকিৎসা করতে আসা রোগীরা । এদিন দুর দুরান্ত থেকে রোগীরা এসে হাসপাতালে ডাক্তার না পেয়ে হতাশ হয়ে চলে যায়।যদিও একমাস ধরে এই ছবি দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে। এদিকে ক্ষোভ বাড়তে থাকে রোগীদের মনে।আউটডোরে এসে ফিরে যেতে হয় তাদের।
সামান্য অসুস্থ হলেও আলিপুরদুয়ার যেতে হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় প্রতিবাদ জানায় রোগী ও তার পরিজনেরা। এদিন শামুকতলা প্রাথমিক স্ব‍া‍স্থ‍্য কেন্দ্রের সামনে মৌন প্রতিবাদ জানান তারা । এই বিষয়ে এক রোগী জানান দূর দূরান্ত প্রত‍্যন্ত এলাকা ,গ্ৰাম গঞ্জ থেকে সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসক আজও না আসায় খুবই সমস্যা পোহাতে হয় সাধারণ মানুষকে।
advertisement
advertisement
এই বিষয়ে আলিপুরদুয়ার দুই নং পঞ্চায়েত সমিতির তরফে জানা গিয়েছে,শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে যাতে আউটডোর প্রতিদিন চালু থাকে। এই বিষয়ে আলিপুরদুয়ার দুই ব্লক স্ব‍াস্থ‍্য আধিকারিক ডঃ অমিত গুপ্তা জানান ডাক্তারের সংখ্যা কম। তিন জন ডাক্তারকে দুটো হাসপাতাল চালাতে হয়। শামুকতলা হাসপাতালের একজন ডাক্তার অসুস্থ। উনি চিকিৎসাধীন আছে। কিছুক্ষণ ডাক্তার ছিল না আজ পরবর্তীতে ডাক্তার হাসপাতালে পৌছে গিয়েছে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শামুকতলা হাসপাতালে চিকিৎসকের দেখা না মেলায় ক্ষুব্ধ রোগীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement