এলাকাবাসীরা জানান, 'ছয় বছর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গিয়েছে আইসিডিএস সেন্টারের ঘরের প্রায় অধিকাংশই।এরপর থেকেই এখানে বন্ধ হয়ে যায় পড়াশোনা।বারংবার বারংবার প্রশাসনের দরজায় কড়া নারার পরও মেরামত হয়নি এই সেন্টার।' এজন্য শিক্ষার থেকে বঞ্চিত এলাকার ছোট শিশুরা।' এলাকাবাসীদের একটাই দাবি, 'যত দ্রুত সম্ভব এই সেন্টারটি মেরামত করা হয়, যাতে বাচ্চারা পড়তে পারে।' নাহলে অশিক্ষা গ্রাস করবে গোটা বাগানকে।
advertisement
আরও পড়ুনঃ লাগাতার হাতির হানা! ফালাকাটায় পথ অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের
পড়াশোনার প্রথম ধাপ মজবুত নাহলে পরবর্তী ধাপগুলিতে এলাকার শিশুরা পৌঁছবে কিভাবে? প্রশ্ন তুলেছেন তারা। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন জানান, 'বিষয়টি আমারও নজরে এসেছে, আমি আইসিডিএস আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখে, আমাকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বলেছি। বিডিও-র পক্ষ থেকে আশ্বাস মিললেও আইসিডিএস সেন্টারটি যতদিন না ঠিক হচ্ছে ততদিন অনিশ্চিয়তার মধ্যে রয়েছেন এলাকাবাসীরা।
Annanya Dey





