Alipurduar: লাগাতার হাতির হানা! ফালাকাটায় পথ অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের

Last Updated:

হাতির হামলায় জর্জরিত ফালাকাটা ব্লক। হাতির হানায় আরও একবার ক্ষতিগ্রস্ত হল ছয়টি পরিবার। গত পাঁচদিনে ২০ টির ওপর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির আক্রমণে।

+
title=

#আলিপুরদুয়ার : হাতির হামলায় জর্জরিত ফালাকাটা ব্লক। হাতির হানায় আরও একবার ক্ষতিগ্রস্ত হল ছয়টি পরিবার। গত পাঁচদিনে ২০ টির ওপর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির আক্রমণে। নিরুপায় ক্ষতিগ্রস্তরা বুধবার রাস্তা অবরোধে সামিল হলেন। ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশাবাড়ি সরুগাও এলাকায় মঙ্গলবার গভীর রাতে ৪ টি হাতি ব্যাপক তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার পৃথক ছয়টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দিয়েছে ওই হাতি গুলি। শুধু তাই নয়, ঘরে মজুত রাখা খাবারও সাবার করে দেয় হাতি গুলি। এদিকে ওই ঘটনার জেরে বুধবার বিকেলে ওই এলাকার বাসিন্দারা ফালাকাটা ব্লকের গদীখানা মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়। ওই অবরোধের জেরে সড়কের দুদিকে যানজটের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
ঘটনাস্থলে আসেন ফালাকাটা থানার আই সি। দলগাঁও রেঞ্জের বন কর্মীও। পরে বন দফতরের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতার পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ জয়গাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমে রয়েছে জলকাদা, সমস্যায় নিত্যযাত্রীরা
ফালাকাটার বিভিন্ন এলাকায় গত তিনদিনে হাতির হামলা ব্যাপক হারে হয়েছে। গভীর রাতে বৃষ্টির সুযোগ নিয়ে গ্রামে প্রবেশ করে বুনো হাতিগুলি। এরপরেই শুরু হয় অত্যাচার। গত তিনদিনে ২০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ,যখন এলাকায় হাতি ঢোকে তখনই বনকর্মীদের জানানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ একবছরের বেশি সময় ধরে ভেঙে রয়েছে রাস্তা! ক্ষুব্ধ বাসিন্দারা
তারা যেসময় এসে পৌঁছায় সেসময় হাতি এলাকা ছেড়ে চলে গিয়েছে। ঘরবাড়ির ক্ষতি হয়েছে।এই বিষয়ে বনকর্মীদের কিছু বলতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এই সমস্যা চরম আকার ধারন করতে পথ অবরোধ করেন তারা।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: লাগাতার হাতির হানা! ফালাকাটায় পথ অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement