ফালাকাটার ধৃত ব্যক্তির বাড়ি উমাচরণপুরে বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা, শামুকতলা এলাকায় রমরমা কারবার লক্ষ্য করা যাচ্ছে ব্রাউন সুগারের। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার একদল যুবক ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়েছে। যার ফলে পাচার বাড়ছে। যেহেতু আলিপুরদুয়ার সীমান্তবর্তী জেলা, সেহেতু আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনা প্রবল। জিতবে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যের পাকাপোক্ত প্রমাণ পেতে চাইছেন ফালাকাটা থানার আধিকারিকরা। এর আগেও এপ্রিল মাসে গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুনঃ আখ চাষ করে মুখে হাসি! লাভের মুখ দেখছেন জেলার কৃষকেরা
এরপর তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। ফালাকাটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী যাত্রীবাহী বেসরকারি বাস ফালাকাটার স্ট্যান্ডে এলে তারা এই দু’জনকে ব্রাউন সুগার সহ আটক করে। আটক হওয়া দুজন ব্যক্তির বাড়ি ফালাকাটার দুলাল দোকান এলাকায়। এদের কাছ থেকে ১০.৫১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। এর আগে জয়গাঁ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। পাচারের আগেই আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার ৷ ধৃত পাচারকারী ৷
আরও পড়ুনঃ কিছুই মেলে না চা বাগান শ্রমিকদের! তাই বাগান বিমুখ নতুন প্রজন্ম
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জয়গাঁ থানার পুলিশ৷ তখনই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় এই ব্রাউন সুগার৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা৷ জঁয়গার ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাপি ইসলাম নামের একজনকে পাচারকারীকে৷ পুলিশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভুটান এবং জঁয়গা এলাকায় এই ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল বাপি নামের এক ব্যক্তি।
Annanya Dey