TRENDING:

Alipurduar News: তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত ফালাকাটাবাসী!

Last Updated:

পরপর তিনটি গাড়ির সংঘর্ষে কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ফলাকাটা ব্লকের ডালিমপুর এলাকায়। যদিও এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : পরপর তিনটি গাড়ির সংঘর্ষে কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ফলাকাটা ব্লকের ডালিমপুর এলাকায়। যদিও এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালিমপুর এলাকায় ওই সময় পেছন থেকে একটি ট্রাক প্রথমে একটি ছোট গাড়িকে ধাক্কা মারে, সেই ছোট গাড়িটি আগে থাকা একটি সাফারি গাড়িকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে।
advertisement

 

 

এদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলিকে জটেশ্বর ফাঁড়িতে নিয়ে আসা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।মাদারিহাটের ধাবায় ট্রাক উলটে যাওয়ার ঘটনার একদিন পরে এই ঘটনায় আবারও পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাস্তায় এভাবে গাড়ি চললে পথচারীরা চলতে পারবে না বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সাত সকালে এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।

advertisement

View More

আরও পড়ুনঃ হাতির হানায় মাদারিহাটে নষ্ট সারা বছরের রোজগারের ধান!

 

 

এলাকায় এখনও ছেয়ে রয়েছে আতঙ্কের পরিবেশ। সকাল প্রায় আটটা থেকে সাড়ে আটটার দিকে এশিয়ান হাইওয়ের ধারে ধাবার ওপর উলটে পড়ে একটি ইউরিয়া বোঝাই ট্রাক। ঘটনাস্থলে ট্রাকের নীচে চাপা পড়ে যায় ছয়জন। এর মধ্যে একজন অন্তসত্ত্বা মহিলা ছিলেন। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। মঙ্গলবার সকালে মাদারিহাট হাইস্কুল চৌপথিতে ঘটনাটি ঘটেছে।

advertisement

আরও পড়ুনঃ ঝর্না ঝোরার জলে ভেসে গেল ঝর্না বস্তির রাস্তা! বিপাকে এলাকাবাসী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমের ডিব্রুগড় থেকে ইউরিয়া বোঝাই একটি লরি উত্তরপ্রদেশে যাচ্ছিল। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের মাদারিহাট হাইস্কুল চৌপথিতে এসে দ্রুত গতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাবার উপর উলটে যায়। দুর্ঘটনায় পূর্ণ আর্য এবং রাজকুমার রায় নামে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে এলাকাবাসীদের অভিযোগ অসমের দিক থেকে এই পণ্যবাহী গাড়িগুলি এভাবেই দ্রুতগতিতে এসে দুর্ঘটনা ঘটায়। প্রশাসনের বিষয়টি দেখা উচিত বলে দাবি তাদের।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত ফালাকাটাবাসী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল