Alipurduar News: ঝর্না ঝোরার জলে ভেসে গেল ঝর্না বস্তির রাস্তা! বিপাকে এলাকাবাসী

Last Updated:

ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ঝর্ণা ঝোরার জলে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গেল এলাকার রাস্তা।ভেঙে পড়ার মুখে এলাকার বাড়িগুলি। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

+
title=

#আলিপুরদুয়ার : ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ঝর্ণা ঝোরার জলে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গেল এলাকার রাস্তা।ভেঙে পড়ার মুখে এলাকার বাড়িগুলি। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।বর্তমানে এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।জীবনের ঝুঁকি নিয়ে ঝোরার পাশ দিয়েই চলছে চলাচল। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু ও প্রয়োজনীয় তথ্য নিয়ে শহরের প্রধান রাস্তায় এসে দাঁড়িয়েছে শতাধিক মানুষ। জয়গাঁ শহর শুরু হয় ঝর্না বস্তি এলাকা থেকে।
 
 
advertisement
শহরের সূচনাপ্রান্তে এমন ঘটনা ঘটতে থাকায় দুশ্চিন্তায় এলাকাবাসীরা। জয়গাঁর এই এলাকায় একপাশে ঝর্না বস্তি অন্যপ্রান্তে ভুটান। ঝর্ণাবস্তির গার্ড ওয়াল ভেঙে গিয়ে সড়কের সম্পূর্ণ অংশ ঝোরার জলে বিলীন হয়েছে মঙ্গলবার বিকেলে। বুধবার সকালে এলাকায় যান জেডিএ- চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি জানান, পুরো বিষয়টি জেলাশাসককে জানানো রয়েছে। প্রশাসন বিষয়টিতে নজর রাখছে। জেডিএ- তরফে যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে।
advertisement
এলাকাবাসীদের মতে, প্রায় পনেরো দিন ধরে ভুটান পাহাড় থেকে জল এসে ক্ষতিগ্রস্ত করছে এলাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সাহায্য বলে অভিযোগ এলাকাবাসীদের। গতকাল রাতে এলাকাবাসীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করতে বাঁশ লাগিয়ে দেন। ঝোরার জল বেড়েছে জেনেও তার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসীরা।
advertisement
 
ভিটেমাটি হারানোর ভয় জাঁকিয়ে বসেছে তাদের মনে। যেদিন থেকে ভাঙন শুরু হয়েছে সেদিন থেকে দুচোখের পাতা রাতে এক করতে পারেননি এলাকার বাসিন্দারা।গতকাল তাদের আশঙ্কা ঠিক হয়।ঝোরার জলে ভাঙনে ভেঙে যায় সম্পূর্ণ রাস্তা। নিজেদের জীবন রক্ষা করতে রাস্তায় এসে দাঁড়ান শতাধিক মানুষ। সকাল থেকে কোনও খাবার মুখে দেননি তারা। চোখেমুখে আতঙ্কের ছাপ, সেই সঙ্গে ভিটেমাটি হারানোর ভয়ে কেঁদে ফেলছেন অনেকে।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ঝর্না ঝোরার জলে ভেসে গেল ঝর্না বস্তির রাস্তা! বিপাকে এলাকাবাসী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement