জানা গিয়েছে, আউট ডিভিশনে লেপার্ড আতঙ্ক প্রায় এক মাস ধরে। গত মঙ্গলবার সকালে কাজে এসে চা বাগানে লেপার্ড দেখতে পান শ্রমিকরা। গবাদি পশুর নিখোঁজ হওয়ার ঘটনা তো ঘটেই চলেছে।সেগুলি লেপার্ডের খাদ্য হয়েছে বলে দাবি শ্রমিকদের। এবারে লেপার্ডের খাদ্য মানুষেরা হতে পারে বলে আথঙ্ক শ্রমিকদের।
advertisement
যার কারণে তারা কাজ করতে চাইছেন না। বিষয়টি জানেন বাগানের ম্যানেজার। কাজের ক্ষতি দেখে পরবর্তীতে বনদফতরে খবর দেন বাগানকর্মীরা। বাগানে দুটির বেশি লেপার্ড রয়েছে বলে খবর। জলদাপাড়া বনবিভাগের কর্মীরা খাঁচা বসিয়ে দেয় বাগানে। ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 5:02 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Leopard In Tea Garden: চা বাগানের আনাচে কানাচে ঘুরছে ডোরাকাটা! আতঙ্কে যা সিদ্ধান্ত নিল শ্রমিকরা!