চা বাগানের শ্রমিকদের নুন্যতম মজুরি প্রদানের দাবিতে এর আগে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে বৈঠক আয়োজিত হয়েছিল। যেখানে রাজ্যের শ্রমমন্ত্রী যোগ দিয়েছিলেন।চা বাগান শ্রমিকদের নুন্যতম মজুরিবৃদ্ধির পক্ষে কথা বলেছিলেন। জানা যায়, মালিকপক্ষের তরফ থেকে ২২০ টাকা মজুরি প্রদানের প্রস্তাব রাখা হয়েছে।
আরও পড়ুনঃ পনেরো বছর ধরে ঘরে শেকলবন্দী রায়মাটাং চা বাগানের বুধা তামাং!
advertisement
যা মানতে নারাজ শ্রমিকরা। এত কম টাকা বৃদ্ধি করে কোনো লাভ হবে না বলে তারা জানিয়ে দিয়েছেন। শ্রমিকদের মতে এইসময় সকলে মিলে একসাথে আওয়াজ না তুললে নুন্যতম মজুরি প্রদানের দাবি অথৈ জলে পড়ে যাবে।
আরও পড়ুনঃ গণিত ও পদার্থ বিদ্যা নিয়ে গবেষণা করতে চায় মাধ্যমিকে চতুর্থ অভীক দাস
জয়ন্তী লামা নামের এক শ্রমিক জানান, \"ছেলেমেয়ের পড়াশুনোর খরচ, সংসারের অন্যান্য খরচ ২০২ টাকা দিয়ে চলে না। আটঘন্টা ঝড়-বৃষ্টি মাথায় করে কাজ করা হয়। অন্ততপক্ষে নুন্যতম মজুরি ৩৫০টাকা করা হক।\" রীণা ধোবী জানান, \"শ্রমিকদের কথা তো ভাবতে হবে প্রশাসনকে। মালিকরা খেঁটে কাজ করেন না। পরিশ্রম আমরা করি।\"
Ananya Dey