সম্প্রতি চন্দন কাঠ পাচারের সময় হাতেনাতে গ্রেফতার এক ব্যক্তি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুস্পা ফিল্মের স্টাইলেই তবে এবার লাল চন্দন নয় ফিল্মি কায়দায় মারুতি ভ্যানে করে সাদা চন্দন পাচার করছিল দুষ্কৃতী । সেই খবর গোপন সূত্রে পেয়ে এএসআই প্রিয় রঞ্জন দে এর নেতৃত্বে পুলিশের একটি টিম গাড়ির পিছু ধাওয়া করে কামাখ্যাগুড়ির দেবেন বাবু চৌপতি এলাকা থেকে গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ যথাসময়ে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ চিঞ্চুলা বাগানে
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম কাজল সরকার তার বাড়ি কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি এলাকায়। কাঠগুলি অসম থেকে এ রাজ্যে হয়ে পাচার করা হচ্ছিল পুলিশের অনুমান। আবার বড়সড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশ। জানা গেছে মোট সাড়ে ১০ সিএফটি সাদা চন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য সাড়ে ১০ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ রিভারবেড চালু করার দাবিতে বিডিও অফিসের সামনে ধর্না শ্রমিকদের
গত বছর রক্ত চন্দনকাঠ পাচার চক্রের বড় কারবার ফাঁস হল এসএসবি ও বনদফতরের যৌথ অভিযানে। ভারত-ভুটান আর্ন্তজাতিক সীমান্তে ফের সক্রিয় রক্তচন্দন কাঠের অবৈধ পাচার চক্র। ভুটানে পাচারের আগেই রক্তচন্দন কাঠ সহ গ্রেফতার হয় এক অভিযুক্ত। আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত লাগোয়া বীরপাড়া থেকে উদ্ধার ৫ কুইন্টাল রক্ত চন্দন কাঠ।
Annanya Dey