Alipurduar News: যথাসময়ে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ চিঞ্চুলা বাগানে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যথা সময়ে বেতন প্রদানের দাবিতে সরব কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগানের শ্রমিকরা। গতকাল থেকে বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরি গেটে সামনে বিক্ষোভে সামিল হয় । শ্রমিকরা জানান,পুজোর পর থেকে বাগান কর্তৃপক্ষ বেতন প্রদান করতে টালবাহানা করছে। সময়মত বেতন প্রদান করছেনা।
#আলিপুরদুয়ারঃ যথা সময়ে বেতন প্রদানের দাবিতে সরব কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগানের শ্রমিকরা। গতকাল থেকে বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরি গেটে সামনে বিক্ষোভে সামিল হয় । শ্রমিকরা জানান,পুজোর পর থেকে বাগান কর্তৃপক্ষ বেতন প্রদান করতে টালবাহানা করছে। সময়মত বেতন প্রদান করছেনা। শ্রমিকরা আরও জানান তাদের দাবি সময়মত বেতন প্রদান করতে হবে। শুক্রবার শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে বাগান কর্তৃপক্ষ।শ্র মিকরা জানিয়ে দিয়েছে,সময়মতো বেতন প্রদানের দাবি না মানা হলে বিক্ষোভ তারা তুলবেন না।
বেতনের দাবি, বর্ধিত বেতন প্রদানের দাবি নিয়ে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে হয়েছে বিক্ষোভ। অক্টোবরে বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে কাজে যোগদান না দিয়ে আন্দোলনে সামিল হয় ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের শ্রমিকরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। মধু চা বাগানের শ্রমিকরা বাগানের ফ্যাক্টরি সামনে ধর্ণা অবস্থানে সামিল হন। বাগানের শ্রমিকরা জানান, রাজ্য সরকার শ্রমিকদের বেতন ৩০ টাকা বৃদ্ধি করেছে। দৈনিক পারিশ্রমিক ২০২ টাকা থেকে ২৩২ টাকা করেছে। মধু চা বাগানের শ্রমিকদের সাড়ে তিনমাস বাগান কর্তৃপক্ষ পুরনো ২০২ টাকা দৈনিক পারিশ্রমিক প্রদান করেছে।
advertisement
আরও পড়ুনঃ রিভারবেড চালু করার দাবিতে বিডিও অফিসের সামনে ধর্না শ্রমিকদের
বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল সাড়ে তিনমাসের বর্ধিত টাকা এরিয়ার হিসেবে পুজোর পূর্বে দেওয়া হবে। কিন্তু মেলেনি সেই টাকা। যদিও সেই টাকা মেলে পুজোর পরে। বাগানের শ্রমিকরা আন্দোলনে সামিল হন। অবশেষে পরবর্তীতে এই অবস্থান বাগান কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা তুলে দেয় এবং কাজে যোগ দেন তারা। দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর খুলেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগান। শিলিগুড়িতে শ্রমদপ্তরের অফিসে ম্যারাথন বৈঠক চলেছিল এই বিষয়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফের গাড়ির ধাক্কায় বীরপাড়ায় মৃত্যু হল লেপার্ডের
শেষ পর্যন্ত বাগানের সব ক'টি শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে গত ২৭ ডিসেম্বর থেকে পুরোপুরি চালু হয়ে যায় মধু বাগান।সাত বছর পর বাগান খুলে যাওয়ায় মুখে হাসি ফুটেছিল শ্রমিকদের। তবে তারপর থেকে প্রতিদিনই বাগানে লেগে রয়েছে একের পর এক সমস্যা। পুজোর বোনাস কম মেলায় মধু বাগানে বিক্ষোভে সামিল হয়েছিল শ্রমিকরা। রাজ্য সরকারের তরফে ত্রিশ টাকা দৈনিক বেতন বাড়ানো হয়েছে। বর্ধিত বেতন থেকে বঞ্চিত শ্রমিকরা আওয়াজ তুলেছিলেন।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 11, 2022 5:16 PM IST