Mukesh Ambani: 'আধুনিক ভারতের প্রতীক ড. রঘুনাথ মাসেলকর', বই প্রকাশ অনুষ্ঠানে বিজ্ঞানীর ভূয়সী প্রশংসা মুকেশ আম্বানির
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Mukesh Ambani: বিশিষ্ট বিজ্ঞানী ড. রঘুনাথ মাসেলকরের সংবর্ধনা ও তাঁর নতুন বই “More from Less for More: Innovation’s Holy Grail” প্রকাশ অনুষ্ঠানে আবেগঘন ও বিস্তৃত ভাষণ দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি।
বিশিষ্ট বিজ্ঞানী ড. রঘুনাথ মাসেলকরের সংবর্ধনা ও তাঁর নতুন বই “More from Less for More: Innovation’s Holy Grail” প্রকাশ অনুষ্ঠানে আবেগঘন ও বিস্তৃত ভাষণ দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। মুম্বইয়ের তাজ মহল প্যালেসে আন্তর্জাতিক মানব সংহতি দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে ড. মাসেলকরের ৫৪টি সম্মানসূচক ডক্টরেট প্রাপ্তির বিরল কৃতিত্বও উদ্যাপন করা হয়।
মুকেশ আম্বানি বলেন, ড. মাসেলকর ও কিংবদন্তি কেমিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক এম এম শর্মা—এই দুই ব্যক্তিত্ব তাঁর চিন্তাধারা ও রিলায়েন্সের দীর্ঘ যাত্রাপথে গভীর প্রভাব ফেলেছেন। ড. মাসেলকরকে তিনি “নম্রতার প্রতীক” হিসেবে উল্লেখ করে বলেন, অসংখ্য সম্মান ও ডিগ্রি সত্ত্বেও তাঁর কাছে কাজই সবথেকে বড়।
advertisement
ড. মাসেলকরের জীবনযাত্রা তুলে ধরে আম্বানি বলেন, “মুম্বইয়ের রাস্তার আলোয় পড়াশোনা করা এক শিশু থেকে বিশ্বমঞ্চে ভারতীয় বিজ্ঞানচর্চার প্রতীক হয়ে ওঠা—এটাই আধুনিক ভারতের গল্প।” তাঁর মতে, সীমাবদ্ধতা থেকে উঠে এসে বিশ্বসম্মান অর্জনের এই যাত্রা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা।
advertisement
রিলায়েন্সে উদ্ভাবন সংস্কৃতি গড়ে তুলতে ড. মাসেলকরের অবদানের কথাও তুলে ধরেন আম্বানি। ‘রিলায়েন্স ইনোভেশন কাউন্সিল’, ‘গান্ধীয় ইঞ্জিনিয়ারিং’ এবং “More from Less for More”—এই দর্শন কীভাবে সংস্থার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, তা ব্যাখ্যা করেন তিনি। জিও থেকে শুরু করে গ্রিন এনার্জি—সব ক্ষেত্রেই ড. মাসেলকরের ভাবনা ও দিশানির্দেশের কথা উল্লেখ করেন আম্বানি।
advertisement
ভাষণের শেষদিকে মুকেশ আম্বানি বলেন, “প্রযুক্তি যদি সহমর্মিতা ছাড়া হয়, তা কেবল যন্ত্র। কিন্তু সহমর্মিতার সঙ্গে প্রযুক্তি হয়ে ওঠে সামাজিক আন্দোলন।” তিনি ড. মাসেলকরকে ‘গ্যাণ যোগী’ আখ্যা দিয়ে বলেন, জ্ঞান, উদ্ভাবন ও মানবিকতার মেলবন্ধনেই ভারত ভবিষ্যতে বিশ্বনেতৃত্ব দেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 9:54 PM IST








